• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

নানকের নির্বাচনী প্রচারণায় ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৪

প্রকাশ:  ২৪ ডিসেম্বর ২০২৩, ১৯:০৪
পূর্বপশ্চিম ডেস্ক

রাজধানীর মোহাম্মদপুর থানার টাউন হল বাজার মসজিদের সামনে আওয়ামী লীগের প্রার্থী জাহাঙ্গীর কবির নানকের গণসংযোগের সময় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে রাম-দা, চাপাতি নিয়ে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এ সময় জাহাঙ্গীর কবির নানকের কাছে গিয়ে একজন চাপাতি উঁচিয়ে ধরলে নেতাকর্মীরা তাকে সরিয়ে নেন। এ ঘটনায় চারজন আহত হয়েছেন।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে নির্বাচনী গণসংযোগ ও মিছিলের মধ্যে ছাত্রলীগের দুই গ্রুপে এ ঘটনা ঘটে।

সংঘর্ষ হওয়া দুই গ্রুপ হলো- মোহাম্মদপুর থানা ছাত্রলীগের সভাপতি নাইমুল হাসান রাসেল সমর্থিত একটি গ্রুপ ও সহ-সভাপতি কিশোর গ্যাং চক্রের প্রধান সাজ্জাদ হোসেনের গ্রুপ।

ছাত্রলীগ কর্মী সূত্রে জানা যায়, ঘটনার সূত্রপাত গত দুই দিন আগে। নৌকার প্রচারণায় বাড়ির মালিকদের সঙ্গে লালমাটিয়ায় মতবিনিময় করতে যান জাহাঙ্গীর কবির নানক। এ সময় ছাত্রলীগের সভাপতি রাসেলের কর্মীদের সঙ্গে সাজ্জাদের কর্মীদের শরীরে ধাক্কা নিয়ে বাগবিতণ্ডা হয়। এরপর সেখানে তাদের থামিয়ে দেওয়া হলে যে যার মতো চলে যায়।

রোববার সকালে গণসংযোগ চলাকালে মিছিলের মধ্যে সাজ্জাদের গ্রুপে কিশোর গ্যাংয়ের সদস্যরা চাদর গায়ে দিয়ে চাদরের ভিতর রাম-দা, চাপাতি নিয়ে এসে আচমকা হামলা করে বসে। এ সময় যাকে সামনে পেয়েছে তাকেই কুপিয়ে গুরুতর জখম করেছে। হামলায় কাটাসুর ও রায়েরবাজার এলাকার দুই গ্রুপের ছাত্রলীগের লোকজন জড়িত।

প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা ১১টার দিকে পূর্বনির্ধারিত নির্বাচনি গণসংযোগের মিছিলের মধ্যে এক গ্রুপের সদস্যরা আরেক গ্রুপের সদস্যদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা করে। এতে মিছিলের মধ্যে হট্টগোলের সৃষ্টি হয়। হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য স্থানীয়রা রিকশায় করে বিভিন্ন হাসপাতালে নিয়ে গেছেন।

দুই গ্রুপের হামলায় ধারালো অস্ত্রের আঘাতে আহতরা হলেন- মো. মেরাজ (১৮), মো. সিয়াম (১৮), মো. বাপ্পি (১৯) ও মো. সৌরভ (১৮)। তারা সবাই ছাত্রলীগ কর্মী বলে জানা গেছে।

এ বিষয়ে তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহাকারী পুলিশ কমিশনার (এসি) আজিজুল হক জানান, নির্বাচনী মিছিলের মধ্যে দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটে। তবে পুলিশ যাওয়ার আগেই থেমে গেছে। বিস্তারিত এখনো জানতে পারিনি।

নির্বাচনী প্রচারণা,নানক,আওয়ামী লীগ,রাজধানী,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close