• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লিফলেট বিতরণ কর্মসূচি ফারুক 

৭ জানুয়ারি নির্বাচনে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই

প্রকাশ:  ২৯ ডিসেম্বর ২০২৩, ১৪:৪৩
নিজস্ব প্রতিবেদক

আগামী ৭ জানুয়ারি নির্বাচনের নামে যে নাটক মঞ্চস্থ করা হবে তাতে দেশের ৮০ ভাগ মানুষের সমর্থন নেই জানিয়ে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক বলেছেন, আমরা রাজপথে থেকেই নির্বাচন বর্জন করবো।

শুক্রবার (২৯ ডিসেম্বর) সকালে রাজধানীর সেগুনবাগিচা ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সামনে জাতীয়তাবাদী তাঁতীদলের উদ্যোগে লিফলেট বিতরণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।

জয়নাল আবদিন ফারুক বলেন, গত কয়েকদিনের লিফলেট বিতরণের মাধ্যমে জনগণকে নির্বাচন বর্জন করার জন্য, নির্বাচনে অংশগ্রহণ না করার জন্য সম্পৃক্ত করার চেষ্টা করেছি। আমরা জনগণের অনুভূতি ও মনোভাব বুঝতে পেরেছি।

তিনি বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে জনগণ অংশগ্রহণ করবে না। এই দৃঢ় বিশ্বাস আমাদের ভেতরে জন্মেছে। তাই আমরা শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে রাজপথে থেকেই ৭ তারিখের নির্বাচন বর্জন করার জন্য জনগণকে আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন চলছে, চলবে। আমরা রাজপথে আছি, থাকবো।

বিএনপির এই নেতা বলেন, জনগণ যেটা চায়, সরকার সেটা চায় না। তাই সরকার এবং সরকারি দল কী বলছে সেটা বড় কথা নয়। বড় কথা হলো জনগণ এই নির্বাচনকে সমর্থন করছে না, করবে না। বর্জন করবে।

তিনি বলেন, সংবিধান মানুষের জন্য, দেশের জনগণের জন্য। সে সংবিধান পরিবর্তন করা যায়, পরিবর্ধনও করা যায়। বিএনপি একটি বৃহত্তম রাজনৈতিক দল। আমরা আন্দোলনে ছিলাম, আছি এবং থাকবো।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কর্মসূচি,লিফলেট,বিতরণ,সমর্থন,মানুষ,দেশ,নির্বাচন,.
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close