• রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ঢাকা-৮ এ নির্বাচনী প্রচারণায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ

প্রকাশ:  ৩০ ডিসেম্বর ২০২৩, ০১:৫১
তারেক হাসান, জবি প্রতিনিধি

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনের নির্বাচনী প্রচারণায় মাঠে সরব রয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগের নৌকা মনোনীত প্রার্থী আ ফ ম বাহাউদ্দিন নাছিম। এই আসনে নৌকা প্রার্থীর প্রচারণায় মাঠে নেমেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক-বর্তমান নেতা কর্মীরা

(শুক্রবার) জুমার নামাজের পরে রাজধানী শান্তিনগর, বিজয়নগর এলাকায় আসনটিতে আওয়ামী লীগের পক্ষে প্রচার-প্রচারণা চালিয়েছেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল ও বর্তমান সম্পাদক এস এম আকতার হোসেনের নেতৃত্বে নেতাকর্মীরা।

এ-সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী আ ফ ম বাহাউদ্দীন নাছিমের জন্য নৌকায় ভোট চান জনগণের নিকট। সেই সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন উন্নয়ন মূলক লিফলেট, হ্যান্ডবিল বিতরণ করেছেন।

এসময় সাংবাদিকদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক শেখ জয়নুল আবেদীন রাসেল বলেন, 'নির্বাচন নির্বাচনের গতিতেই চলছে। অন্য প্রার্থীরাও নির্বিঘ্নে প্রচার প্রচারণা করছেন সবজায়গায় কিন্তু এখানে কিছুটা কম দেখা যাচ্ছে। নির্বাচনী কে আসুক না আসুক সেটা দেখার সময় নেই আমাদের। জনগণ মুখিয়ে আছে ৭ তারিখ কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য তাদের পছন্দের প্রার্থীকে। নৌকার বিজয় সুনিশ্চিত সারা দেশের মতোই ঢাকা-৮ আসনেও। ' স্থানীয় ভোটাররা বলেছেন, ' আমরা তো আসনে নৌকা ছাড়া অন্য কোন প্রার্থীকে চোখে দেখছি না। শুধুমাত্র সব জায়গায় আওয়ামী লীগ আর নৌকার ব্যানার, পোস্টার, প্রচারণা দেখা যায়। অন্য কোন দলের প্রার্থীর সমর্থক কিংবা প্রার্থী নিজেও আমাদের কাছে আসেনি এবং আমরা তাদের চিনিও না। আমরা পছন্দের প্রার্থীকে ভোট দিতে কেন্দ্রে যাব।'

উল্লেখ্য, ঢাকা-৮ আসনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন প্রার্থী সহ ভিন্ন ভিন্ন দলের মোট ১০ জন প্রার্থী রয়েছেন। এরমধ্যে আ ফ ম বাহাউদ্দীন নাছিম (আওয়ামী লীগ)- নৌকা, আবু নোমান মোহাম্মদ জিয়াউল হক মজুমদার (ইসলামী ঐক্যজোট)- মিনার, এম এ ইউসুফ (তৃণমূল বিএমপি)- সোনালী আঁশ, খন্দকার এনামুল নাছির (সুপ্রিম পার্টি)- একতারা, মো. আবুল কালাম জুয়েল (ন্যাশনাল পিপলস পার্টি)- আম, এস এম সরওয়ার (বাংলাদেশ ইসলামী ফ্রন্ট)- মোমবাতি, মো. জুবের আলম খান (জাতীয় পার্টি)- লাঙ্গল, মুহাম্মদ মোস্তাফিজুর রহমান (বাংলাদেশ তরিকত ফেডারেশন)- ফুলের মালা, মো. সাইফুল ইসলাম (ন্যাশনালিস্ট ঐক্যফ্রন্ট)- টেলিভিশন, মো. রাসেল কবির (বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট)- ছড়ি প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাজনীতি,প্রচারণা,ছাত্রলীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close