• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘ভোটকেন্দ্র থেকে বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি-জামায়াত’

প্রকাশ:  ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:১২ | আপডেট : ০৬ জানুয়ারি ২০২৪, ১৫:১৪
নিজস্ব প্রতিবেদক

‘ভোটকেন্দ্র থেকে বিরত রাখতে ভীতির সৃষ্টি করছে বিএনপি-জামায়াত। যে নাশকতা করছে এটি ফৌজদারি অপরাধ। তারা মশাল মিছিল করছে, চোরাগোপ্তা হামলা করছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় অংশ না নিয়ে তারা মানুষকে নির্বাচন থেকে বিরত রাখতে চায়।’

শনিবার (৬ জানুয়ারি) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেন আওয়ামী লীগের ৬ সদস্যের প্রতিনিধি দল। ইসি সচিবের কাছে অভিযোগ দেওয়ার পর সাংবাদিকদের তারানা হালিম এসব কথা বলেন।

এসময় দলের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া বলেন, যারা কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করতে চান তাদের ভয়-ভীতি দেখানোর জন্যই এ সন্ত্রাসী কর্মকাণ্ড হচ্ছে। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না।

ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার জানিয়ে তিনি বলেন, তাদের (বিএনপি) এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিষয়ে অভিযোগ জানাতে আমারা ইসিতে এসেছিলাম। দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই। আমরা এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানিয়েছি। দেশবাসীকে বলবো সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে আগামীকাল গণতন্ত্রের উৎসবে অংশ নিন।

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া ছাড়াও প্রতিনিধি দলে ছিলেন কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক নাজিবুল্লাহ হিরু, উপ-দপ্তর সায়েম খান, যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার ও রিয়াজুল কবির কাউসার।

পূর্বপশ্চিমবিডি/এসএম

জামায়াত,বিএনপি,ভীতি,ভোটকেন্দ্র,তারানা হালিম,আওয়ামী লীগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close