• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

হরতাল ডেকে মাঠে নেই বিএনপি

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২৪, ১৩:৪১
নিজস্ব প্রতিবেদক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিন রোববার (৭ জানুয়ারি) হরতাল ডেকে মাঠে নেই বিএনপি। এদিন রাজধানীর পান্থপথ এলাকায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নেতৃত্বে মিছিল করে ছাত্রদল। এছাড়া তেমন কোনো তৎপরতা দেখা যায়নি দলটির।

এর আগে নির্বাচন বর্জনের আহ্বান জানিয়ে দুইদিনের হরতাল কর্মসূচি ঘোষণা করে বিএনপি। রাজপথে তেমন একটা তৎপরতা দেখা না গেলেও নির্বাচন গভীরভাবে পর্যবেক্ষণ করছে বিএনপি এমনটি জানিয়েছেন দলটির চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদার।

তিনি জানান, নির্বাচনের বিষয়ে দলটির পক্ষ থেকে বিকেলে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

এদিকে দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী জানান, রাষ্ট্রযন্ত্র আমাদের চলমান শান্তিপূর্ণ ও অহিংস আন্দোলনকে কলঙ্ক লেপন করার নিমিত্তে পূর্ব পরিকল্পিত নাশকতামূলক কর্মকাণ্ডের নীলনকশা বাস্তবায়ন করছে সরকার।

দ্বাদশ জাতীয় নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলনের পক্ষে ৮ জানুয়ারি সকাল ৬টা পর্যন্ত দেশব্যাপী বিএনপির ডাকা হরতাল চলছে।

এর আগে বৃহস্পতিবার (৪ জানুয়ারি) এক সংবাদ সম্মেলনে হরতালের ডাক দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিএনপি,মাঠ,হরতাল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close