• রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১
  • ||

সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে: এবি পার্টি

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২৪, ০০:৩১
পূর্বপশ্চিম ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন করে জনগণ আওয়ামী লীগকে আর চায় না, এমনটা জানিয়ে দিয়েছে বলে দাবি করেছে এবি পার্টি। আওয়ামী লীগ সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবে বলেও জানিয়েছে।

আজ সোমবার বিকেলে রাজধানীর বিজয়নগরে এক সংক্ষিপ্ত সমাবেশে এবি পার্টির নেতারা এসব কথা বলেন। ‘প্রহসনের নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র হত্যার’ প্রতিবাদে তাঁরা এই সমাবেশে করেন। সমাবেশের পর তাঁরা এই ভোট প্রত্যাখ্যান করে কালো পতাকা মিছিল করেন।

সমাবেশে এবি পার্টির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক মেজর (অব.) আবদুল ওহাব বলেন, অবৈধ এই সরকার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে। সবাইকে এই আন্দোলনে শরিক হওয়ার আহ্বান জানান তিনি।

আবদুল ওহাব আরও বলেন, দেশের মানুষ ফ্যাসিবাদের ভয়ে আজ কোনো কথা বলতে সাহস পায় না। তারা চিন্তা করতেও ভয় পায় কখন নির্যাতনের শিকার হতে হয়।

এবি পার্টির সদস্যসচিব মজিবুর রহমান বলেন, ৭ জানুয়ারি জনগণ স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে আওয়ামী লীগকে তারা আর চায় না। আমরা ধারণা করতাম, আওয়ামী লীগের সমর্থন কিছুটা কমলেও ক্ষমতা ও লুটপাটের অর্থের জোরে তারা অন্তত সেটা ঢেকে রাখতে পারবে। কিন্তু এই প্রহসনের নির্বাচন আওয়ামী লীগকে আরও এক ধাপ নিচে নামিয়ে দিল।

এ সময় আরও বক্তব্য দেন এবি পার্টির যুগ্ম সদস্যসচিব আসাদুজ্জামান ফুয়াদ, আবদুল্লাহ আল মামুন, প্রচার সম্পাদক আনোয়ার সাদাত, যুব পার্টির আহ্বায়ক এ বি এম খালিদ হাসান প্রমুখ।

জাতীয় নির্বাচন,নির্বাচন,আন্দোলন,এবি পার্টি
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close