• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মালিককে অবরুদ্ধ করে শ্রমিকদের বিক্ষোভ

প্রকাশ:  ২৭ সেপ্টেম্বর ২০১৮, ১৫:২৩
নিজস্ব প্রতিবেদক

রাজধানীতে বকেয়া বেতনের দাবিতে মালিককে অবরুদ্ধ করে শ্রমিককেরা বিক্ষোভ করেছে। আন্দোলনে অংশ নিয়েছে প্রায় ৩৫০ শ্রমিক।

যাত্রাবাড়ীর আদিদ মিটওয়্যার ফ্যাশন লিমিটেড গার্মেন্টসের মালিককে অবরুদ্ধ করে বিক্ষোভ করেন শ্রমিকরা। মঙ্গলবার কদমতলীর শ্যামপুরে আদিদ মিটওয়্যার ফ্যাশন লিমিটেডের সামনে শুরু হয় বিক্ষোভটি।

গার্মেন্টস কর্মীরা বলেন, আমাদের দুই মাস থেকে বেতন দেয়া বন্ধ করে দিয়েছেন গার্মেন্টসের চেয়ারম্যান আনিসুজ্জামান ও আচমা আকতার। তারা এখন প্রতিষ্ঠান বন্ধের পাঁয়তারা করছেন।

অন্য গার্মেন্টসকর্মীরা বলেন, গার্মেন্টস বন্ধ হলে আমাদের কোনো আপত্তি নেই। তবে আমাদের পাওনা দুই মাসের বকেয়া বেতন ছাড়াও শ্রমিক আইন অনুযায়ী আরও তিন মাসের বেতন বুঝিয়ে দিতে হবে। আমাদের বেতন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।

ওএফ

শ্রমিক,বেতন,বকেয়া
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close