• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছয় না মেরেও ১ বলে ৭ রান! (ভিডিও)

প্রকাশ:  ০৯ জানুয়ারি ২০২২, ১৫:১২
স্পোর্টস ডেস্ক

ক্রাইস্টচার্চে সিরিজের দ্বিতীয় টেস্টে টস জিতে বোলিং বেছে নেওয়াই যেন কাল হলো বাংলাদেশের। প্রথম দিন শেষে ১ উইকেটেই ৩৪৯ রানের বড় সংগ্রহ দাঁড় করিয়ে ফেলেছে নিউজিল্যান্ড। ডাবল সেঞ্চুরির পথে ১৮৬ রানে টম ল্যাথাম ও সেঞ্চুরির পথে ৯৯ রানে অপরাজিত আছেন ডেভন কনওয়ে।

ক্রাইস্টচার্চ টেস্টের প্রথম দিনের দ্বিতীয় সেশনটা শুরু হয়েছিলো অদ্ভুত এক ঘটনায়। লাঞ্চের পর প্রথম ওভারেই ঘটনাটি ঘটে। তখন নিউজিল্যান্ডের ৯২ রানে কোনো উইকেট পড়েনি। এবাদত হোসেনের করা সেই ওভারের শেষ ডেলিভারিতে স্লিপে ক্যাচ তুলেছিলেন ইয়াং। তবে দ্বিতীয় স্লিপ থেকে বাঁদিকে ঝাঁপিয়ে ক্যাচটা নিতে গিয়ে মিস করেছেন লিটন দাস। তিনি চেষ্টা না করলে হয়তো ক্যাচটা যেতো প্রথম স্লিপে থাকা নাজমুল হোসেনের কাছেই। উল্টো ৩ রান নেন ইয়ং এবং টম লাথাম।

যে বলে খুব অল্পের জন্যে প্রাণে বেঁচেছিলেন, সেই একটি বলেই ৭ রান করে ফেললেন নিউজিল্যান্ডের ওপেনার উইল ইয়াং। কার্যত তাকে জীবনদান দেওয়ার সঙ্গে ৭ রান ফ্রি-তে দেয় বাংলাদেশ।

ক্যাচ মিসের পর সেই বলটি ওভার থ্রো করেন নুরুল হাসান। যার ফলে চার হয়ে যায়। এবাদত বলটি ধরার চেষ্টা করেও ব্যর্থ হন। মোট ৭ রান হয় এই ওভারে। ক্যাচটি হলে ২৬ রানেই আউট হয়ে যেতো পারতো উইল ইয়াং। শেষ পর্যন্ত ৫৪ রান করে আউট হন নিউজিল্যান্ডের এই ওপেনার।

ভিডিও দেখতে ক্লিক করুন এখানে: ছয় না মেরেও ১ বলে ৭ রান! (ভিডিও)

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

ভিডিও,রান,ছয়,ক্রাইস্টচার্চ,টেস্ট,বাংলাদেশ,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close