• শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
  • ||

যুব বিশ্বকাপের কোয়াটারে সন্ধ্যায় মুখোমুখি বাংলাদেশ-ভারত

প্রকাশ:  ২৯ জানুয়ারি ২০২২, ১৫:৪৭
স্পোর্টস ডেস্ক
বাংলাদেশ ও ভারত যুবারা

চলমান যুব বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে আজ সন্ধ্যায় মুখোমুখি হতে চলেছে বাংলাদেশ ও ভারত। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় অ্যান্টিগার স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দুই দলের সর্বশেষ চার লড়াইয়ে তিনবার জিতেছে ভারত। তবে বাংলাদেশের জয়টি ২০২০ সালের দক্ষিণ আফ্রিকায় যুব বিশ্বকাপের ফাইনালে। ভারতকে হারিয়ে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছিল জুনিয়র টাইগাররা। সেই অনুপ্রেরণাকে কাজে লাগিয়ে আজ মাঠে নামবে বাংলাদেশ। এবার ইংল্যান্ডের কাছে হেরে শিরোপা ধরে রাখার মিশন শুরু করলেও পরের দুই ম্যাচ দাপটের সঙ্গে জিতে শেষ আট নিশ্চিত করেছে বাংলাদেশের যুবারা।

এদিকে ভারত শিবিরে পাওয়া গেছে সুসংবাদ। প্রথম গ্রুপ ম্যাচের পরই অধিনায়ক যশ ধোল ও সহ-অধিনায়ক শেখ রশিদসহ ছয়জন করোনা আক্রান্ত হয়েছিলেন। বার্তা সংস্থা পিটিআই গতকাল জানিয়েছে, এ দুই নির্ভরযোগ্য ব্যাটারসহ পাঁচজন করোনামুক্ত হয়েছেন। বাংলাদেশের বিপক্ষে আজকের কোয়ার্টারে তাদের মাঠে নামা নিশ্চিত।

যুব বিশ্বকাপের অন্যতম হাইভোল্টেজ ম্যাচ এটি। বর্তমান যুব বিশ্বকাপ জয়ী বাংলাদেশের কাছে এবার রয়েছে শিরোপা ধরে রাখার সুযোগ। এছাড়াও ক'দিন আগে দুবাইয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে ভারতের কাছে হারের প্রতিশোধ নিতে মরিয়া যুবারা।

এদিকে ভারত যুব বিশ্বকাপে রেকর্ড চারবার চ্যাম্পিয়ন। সংখ্যাটি পাঁচ করে নিতে সর্বোচ্চ দিয়েই লড়বে ভারতের যুবারা।

পূর্বপশ্চিমবিডি/জেএস

যুব বিশ্বকাপ,বাংলাদেশ ও ভারত
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close