• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

আইপিএল দেখতে গিয়ে বাংলাদেশি যুবক আটক

প্রকাশ:  ১৭ এপ্রিল ২০২২, ১৬:২৫
স্পোর্টস ডেস্ক

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) সরাসরি উপভোগ করতে অবৈধ উপায়ে ভারতে যাওয়ার পথে আটক হয়েছেন এক বাংলাদেশি।

শুক্রবার (১৬ এপ্রিল) রাতে ভারতে প্রবেশ করে মুম্বাইয়ে আইপিএল ম্যাচ দেখতে যাওয়ার পথে পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগণা এলাকায় তিনি আটক হন। খবর নিউজ১৮ বাংলা।

জিজ্ঞাসাবাদের পর শনিবার (১৭ এপ্রিল) তাকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করা হয়েছে। আটককৃত মোহাম্মদ ইব্রাহিম (৩১) নারায়ণগঞ্জের পূর্ব চাঁদপুরের মোহাম্মদ আব্দুল বারেকের ছেলে।

ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) জানায়, জেরা করার সময় ওই ব্যক্তি বলেন তিনি মুম্বাই যাচ্ছিলেন আইপিএলের ম্যাচ দেখার জন্য। এক দালালকে পাঁচ হাজার বাংলাদেশি টাকা দিয়ে সীমান্ত পাড়ি দেন তিনি।

বিএসএফ’এর ৬৮ ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার যোগিন্দর আগরওয়াল বলেন, ভারত-বাংলাদেশ সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাহিনী কঠোর ব্যবস্থা নিচ্ছে এবং যার কারণে কিছু অসাধু লোক ধরাও পড়ছে। যদিও গ্রেপ্তারকৃত ব্যক্তিদের অপরাধের গুরুত্ব বিবেচনা করে এবং উভয় দেশের সীমান্তরক্ষী বাহিনীর পারস্পরিক সহযোগিতা ও সদিচ্ছার কারণে তাদের মধ্যে কয়েকজনকে বিজিবি’র কাছে হস্তান্তর করা হয়।

পূর্বপশ্চিমবিডি/এসআই/জেএস

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close