• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দল ঘোষণা শ্রীলঙ্কার

প্রকাশ:  ০৪ মে ২০২২, ১৬:৪৮
খেলা প্রতিবেদক

চলতি মাসে বাংলাদেশ সফরে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার জন্য ১৮ সদস্যের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ড। এর আগে ২৩ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করা হয়েছিল। সেখান থেকে বেছে নেওয়া হয়েছে ১৮ জনকে। দলের নেতৃত্বে আছেন দিমুথ করুনারত্নে।

শ্রীলঙ্কা দল আগামী ৮ মে বাংলাদেশে পা রাখবে। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। ঢাকায় মিরপুরে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে। পিঠের চোটের কারণে বাদ পড়েছেন পাথুম নিশাঙ্কা। তার জায়গায় ওপেন করবেন ওশাদা ফার্নান্দো। তাছাড়া রোশান সিলভা এই সফরে আসতে না চাওয়ায় তার বদলে নেওয়া হয়েছে কামিন্দু মেন্ডিসকে।

শ্রীলঙ্কা টেস্ট দল: দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কামিল মিশারা, ওশাদা ফার্নান্দো, অ্যাঞ্জেলো ম্যাথিউস, কুশল মেন্ডিস, ধনঞ্জয়া ডি সিলভা, কামিন্দু মেন্ডিস, নিরোশান ডিকভেলা, দিনেশ চান্দিমাল, রমেশ মেন্ডিস, চমিকা করুনারত্নে, সুমিন্দা লক্ষণ, কাসুন রাজিথা, বিশ্ব ফার্নান্দো, অসিথা ফার্নান্দো, দিলশান মাদুশঙ্কা, প্রবীণ জয়াবিক্রমা, লাসিথ এমবুলডেনিয়া।

পূর্বপশ্চিম- এনই

বাংলাদেশ-শ্রীলঙ্কা,টেস্ট সিরিজ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close