• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

চমক রেখে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের দল ঘোষণা

প্রকাশ:  ২২ মে ২০২২, ২২:০৫ | আপডেট : ২২ মে ২০২২, ২২:৪৭
স্পোর্টস ডেস্ক

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সফরে স্বাগতিকদের বিপক্ষে তিন ফরম্যাটেই খেলবে বাংলাদেশ। যার জন্য তিন ফরম্যাটের জন্য রোববার (২২ মে) এক বিবৃতিতে ৪৮ সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। চমক দিয়ে টি-টোয়েন্টি ও ওয়ানডে দলে ফিরেছেন এনামুল হক বিজয় ও মোহাম্মদ সাইফুদ্দিন। টেস্টে রাখা হয়েছে মুস্তাফিজুর রহমানকে। আর তিন ফরম্যাটেই থাকছেন টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসান।

সবশেষ ঢাকা প্রিমিয়ার লিগে ইতিহাসগড়া পারফরম্যান্সের পর এনামুল বিজয় সীমিত ওভারের ক্রিকেটে ফিরবেন, তা ছিলো দিবালোকের মতোই পরিষ্কার। চট্টগ্রামে চলতি সিরিজের প্রথম টেস্ট চলাকালীন সময় এ বিষয়ে নিশ্চয়তা দিয়েছিলেন জালাল ইউনুস।

প্রিমিয়ার লিগে ১১৩৮ রান করেছিলেন এনামুল বিজয়। বিশ্ব ক্রিকেটে কোনো লিস্ট ‘এ’ টুর্নামেন্টের এক আসরে এতো বেশি রানের কৃতিত্ব নেই আর কারো। এর আগে বিপিএলে ২৮০ রান করেছিলেন তিনি। যার সুবাদে এবার প্রায় তিন বছর পর সাদা বলের ক্রিকেটে জাতীয় দলে ফিরলেন এ উইকেটরক্ষক ব্যাটার।

অন্যদিকে টেস্ট দলে মোস্তাফিজকে পাওয়া নিয়ে ইতিবাচক খবর জানা গিয়েছিলো আগেই। দলের দুই প্রধান পেসার শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ চোটের কারণে থাকবেন না ওয়েস্ট ইন্ডিজ সফরের টেস্ট সিরিজে। তাই বোলিং লাইনআপের শক্তি বাড়াতে মোস্তাফিজকে টেস্ট দলে ফিরিয়েছে বিসিবি। এ বিষয়ে ইতিবাচক সাড়াই দিয়েছেন মোস্তাফিজ।

উল্লেখ্য, এ সফরের জন্য ৩, ৫ ও ৬ তিন ভাগে বাংলাদেশ দলের ঢাকা ছাড়ার কথা রয়েছে। অ্যান্টিগায় প্রথম টেস্ট হবে ১৬ জুন থেকে। পরে সেইন্ট লুসিয়ায় দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে ২৪ জুন থেকে। টি-টোয়েন্টি সিরিজের তিন ম্যাচ যথাক্রমে ২, ৩ ও ৭ জুলাই। সবশেষে তিন ওয়ানডে হবে ১০, ১৩ ও ১৬ জুলাই।

টেস্ট স্কোয়াড

মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, মাহমুদুল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান, তাইজুল ইসলাম, খালেদ আহমেদ, ইয়াসির আলী, নুরুল হাসান, মোসাদ্দেক হোসেন, এবাদত হোসেন, শহীদুল ইসলাম, রেজাউর রহমান রাজা, মোস্তাফিজুর রহমান, মেহেদি হাসান মিরাজ।

ওয়ানডে স্কোয়াড

তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরীফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, ইয়াসির আলী চৌধুরী, নাসুম আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন, এনামুল হক বিজয়।

টি-টোয়েন্টি স্কোয়াড

মাহমুদউল্লাহ (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, মুনিম শাহরিয়ার, সাকিব আল হাসান, আফিফ হোসেন ধ্রুব, শেখ মেহেদি হাসান, ইয়াসির আলী চৌধুরী, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ, শহীদুল ইসলাম, নুরুল হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঘোষণা,দল,সিরিজ,চমক,ওয়েস্ট ইন্ডিজ,বিসিবি,বাংলাদেশ
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close