• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসিকে হুমকি মেক্সিকান বক্সারের

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ২১:২৮
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসির বিরুদ্ধে গুরুতর অভিযোগ এনেছেন মেক্সিকোর পেশাদার বক্সার কানসেলো আলভারেস। তার দাবি, মেক্সিকোর জার্সি ও পতাকা দিয়ে ড্রেসিং রুমের ফ্লোর পরিষ্কার করেছেন মেসি! ‘এই কাণ্ডের জন্য’ মেসিকে হুমকিও দিয়েছেন আলভারেস।

একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেক্সিকোর বিপক্ষে জয়ের পর নিজেদের সাজঘরে উল্লাস করে সিটে বসার পর মেসি তার পা দিয়ে মেক্সিকোর একটি জার্সিকে লাথি দিচ্ছেন। দেখে মনে হচ্ছে, সেই জার্সি দিয়ে তিনি ফ্লোরে থাকা ময়লা পরিষ্কার করছেন।

ক্যানেলো আলভারেজ, এটাকেই মেসির অপরাধ হিসেবে গণ্য করেছেন। টুইটারে মেসির ওপর নিজের ক্ষোভ প্রকাশ করেছেন তিনি। টুইটারে তিনি লিখেন, ‘আপনারা কী দেছেন, মেসি কিভাবে মেক্সিকোর পতাকা এবং জার্সি দিয়ে ফ্লোর পরিষ্কার করলো? সে এখন সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করতে পারে যে, ওই সময় আমি তার সামনে ছিলাম না। কিংবা আমি তাকে খুঁজে পাইনি।’

ক্যানেলো আরো লিখেন, ‘আমি যেভাবে আর্জেন্টিনাকে সম্মান করি, তারও অবশ্যই সেভাবে মেক্সিকোকে সম্মান করা উচিৎ। আমি অবশ্যই কোনো একটি দেশকে ছোট করার জন্য কিছু বলছি না। আমি বলছি এমন একটি বাজে কাজ নিয়ে, যা মেসি করেছে।’

পূর্বপশ্চিমবিডি/এসএম

লিওনেল মেসি,বক্সার,মেক্সিকো,পেশাদার
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close