• সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সৌদিকে হারিয়েও কপাল পুড়লো মেক্সিকোর

প্রকাশ:  ০১ ডিসেম্বর ২০২২, ০৩:২০ | আপডেট : ০১ ডিসেম্বর ২০২২, ০৩:২৭
স্পোর্টস ডেস্ক

কাতার বিশ্বকাপে মেক্সিকোর কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিলো সৌদি আরব। অন্যদিকে জিতেও কপাল পুড়লো মেক্সিকোর। গোল ব্যবধানে এগিয়ে থেকে পোল্যান্ড পরের পর্বে উঠেছে।

২০২২ বিশ্বকাপের গ্রুপ ‘সি’র ম্যাচে বুধবার (৩০ নভেম্বর) বাংলাদেশ সময় রাত ১টায় লুসাইল স্টেডিয়ামে সৌদিকে ২-০ গোলে হারিয়েছে মেক্সিকো। ৩ ম্যাচ শেষে তাদের সংগ্রহ ৪ পয়েন্ট। সমান পয়েন্ট পোল্যান্ডেরও।

ম্যাচের প্রথম ১০ মিনিটে কিছুটা আক্রমণ-প্রতি আক্রমণ নির্ভর খেলা হয়েছে। দুই দলই সুযোগ পেয়েছে, কিন্তু গোলের দেখা কেউ পায়নি। ম্যাচ ঘড়ির ২ মিনিটের সময় পোস্টের কাছ থেকে লুইস চাভেজের বা পায়ের শট লক্ষ্যভ্রষ্ট হয়। পরের মিনিটে সালেহ আর সেহরির বা পায়ের শট পোস্টের বাইরে দিয়ে যায়।

এরপর মেক্সিকোর একক আধিপত্য চললেও তা থেকে সুফল তুলে নিতে পারেনি ওচোয়ার দল। ২৩ মিনিটে লুইস চাভেজের শট গোলকিপার প্রতিহত করে দলকে ম্যাচে বাঁচিয়ে রাখেন। এরপর পিনেদা ২৫ ও ২৭ মিনিটে দুটি সুযোগ পেয়েও মেক্সিকোকে এগিয়ে নিতে পারেননি।

৪৫ মিনিটে অ্যালেক্স ভেগার ডান পায়ের শট ব্লক হয়। বিরতির পর আর মেক্সিকোকে হতাশ হতে হয়নি। সৌদি আরব আর পারেনি নিজেদের রক্ষণ অটুট রাখতে। ৪৭ মিনিটে চাভেজের শট আবারও লক্ষ্যভ্রষ্ট হয়। একই মিনিটে মেক্সিকো আবারও সুযোগ পেয়ে ঠিকই গোল করে এগিয়ে যায়। সিজার মনতেসের হেড পাস থেকে হ্যারি মার্টিন পোস্টের কাছ থেকে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন।

৫ মিনিট পর মেক্সিকোর লুইস চাভেজ ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন। ম্যাচের বাকী সময়জুড়ে মেক্সিকোর আধিপত্য চললেও আর স্কোরলাইন বাড়েনি। তবে যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সালেম আল দাসারি এক গোল শোধ দিয়ে মেক্সিকোকে পরের রাউন্ডে উঠতে দেননি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কাতার বিশ্বকাপ,মেক্সিকো,সৌদি আরব
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close