• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফিফার বর্ষসেরার তালিকায় মেসি-এমবাপে, নেই রোনালদো

প্রকাশ:  ১৩ জানুয়ারি ২০২৩, ১০:৫৬
স্পোর্টস ডেস্ক

ফিফার বর্ষসেরার তালিকা প্রকাশ করা হয়েছে। যেখানে স্বাভাবিকভাবেই আছেন লিওনেল মেসি। ১৪ জনের সংক্ষিপ্ত তালিকায় মেসির সঙ্গী হয়েছেন তার ক্লাব সতীর্থ কিলিয়ান এমবাপে এবং নেইমার। তবে নেই ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাত ১০টায় ফিফার ওয়েবসাইটে প্রকাশ করা হয় খেলোয়াড়, গোলরক্ষক, কোচ, ফ্যান এবং পুস্কাস অ্যাওয়ার্ডের সংক্ষিপ্ত তালিকা। এটা তৈরি করা হয়েছে গত বছরের পারফরম্যান্স বিবেচনায়।

২০২২ সাল ক্লাব এবং আন্তজার্তিক পর্যায়ে অনেক স্মরণীয় মুহূর্তের সাক্ষী: বায়ার্ন মিউনিখের রেকর্ড ১০তম বুন্দেসলিগা জয় এবং আর্লিং হালান্ডের ইংল্যান্ড অধ্যায় শুরু থেকে সেনেগালের প্রথম আফ্রিকা নেশন্স কাপ জয়।

সবশেষ মেসির বিশ্বকাপ জয়ের ঐতিহাসিক মুহূর্ত। সেই সাফল্য কি মেসিকে আরো একবার পাইয়ে দিবে ‘ফিফা দ্য বেস্ট’ অ্যাওয়ার্ড? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে ২৭ ফেব্রুয়ারি। এদিন সব ক্যাটাগরিতে চূড়ান্ত বিজয়ীর নাম প্রকাশ করবে বিশ্ব ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।

ছেলেদের বর্ষসেরা তালিকায় রয়েছেন যারা: জুলিয়ান আলভারেজ, জুড বেলিংহাম, করিম বেনজেমা, কেভিন ডি ব্রুয়েন, আর্লিং হালান্ড, আশরাফ হাকিমি, রবার্ত লেভানদোভস্কি, সাদিও মানে, কিলিয়ান এমবাপে, লিওনেল মেসি, লুকা মদ্রিচ, নেইমার, মোহাম্মদ সালাহ এবং ভিনিসিউস জুনিয়র।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ক্রিশ্চিয়ানো রোনালদো,মেসি-এমবাপে,তালিকা,ফিফা,বর্ষসেরা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close