• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মেসিদের আর্জেন্টিনার ব্র্যান্ড পার্টনার হলো ‘বিকাশ’

প্রকাশ:  ০৯ মে ২০২৩, ১১:৫৭
স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সম্পর্কে জড়িয়েছে বাংলাদেশের মোবাইল ব্যাংকিং পরিসেবা প্রদানকারী কোম্পানি বিকাশ। এর মাধ্যমে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখালো জনপ্রিয় কোম্পানিটি।

আর্জেন্টিনার ফুটবলের নিয়ন্ত্রক সংস্থার সঙ্গে এই চুক্তি করে বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের প্রথম স্পন্সর হিসেবে নিজেদের নাম লেখালো বিকাশ। নতুন এই চুক্তি অনুযায়ী এখন থেকে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে সরাসরি কাজ করবে বিকাশ।

এএফএ'র অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্ট দিয়েই বিকাশের সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এএফএ'র সঙ্গে চুক্তি প্রসঙ্গে বিকাশের সিইও কামাল কাদীর জানান, আর্জেন্টিনার মতো বিশ্বচ্যাম্পিয়ন দলের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশিপ চুক্তি করতে পেরে আমরা আনন্দিত। ফুটবল এমন একটি খেলা যা পুরো বিশ্বকে একত্রিত করেছে।

এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া বিকাশের সঙ্গে আঞ্চলিক স্পন্সরশিপ চুক্তির কথা নিশ্চিত করে বলেন, এশিয়ান দেশ থেকে বিকাশের মতো আঞ্চলিক স্পন্সরশিপ পেয়ে আমরা আনন্দিত। এই চুক্তির মধ্য দিয়ে আর্জেন্টিনা এবং বাংলাদেশের মধ্যে নতুন মাইলফলক অর্জিত হয়েছে। কাতার বিশ্বকাপের সময় আর্জেন্টিনা দলের প্রতি বাংলাদেশের মানুষের সমর্থন আমাদের নজর কেড়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বিকাশ,ব্র্যান্ড পার্টনার,আর্জেন্টিনা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close