• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মিরপুর টেস্ট

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে তাসকিন

প্রকাশ:  ১৪ জুন ২০২৩, ১০:১৪ | আপডেট : ১৪ জুন ২০২৩, ১৮:১০
স্পোর্টস ডেস্ক

সিরিজের একমাত্র টেস্টে টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছে আফগানিস্তান। বুধবার (১৪ জুন) মিরপুর শেরে বাংলায় টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহীদি।

বাংলাদেশ ও আফগানিস্তান এর আগে একবারই টেস্টে মুখোমুখি হয়েছিলো। ২০১৯ সালের সেপ্টেম্বরে চট্টগ্রামে সে টেস্টে আফগানিস্তানের কাছে ২২৪ রানের বিশাল ব্যবধানে হেরেছিলো টাইগাররা। সেই টেস্টের নায়ক আফগান অলরাউন্ডার রশিদ খান অবশ্য এবার নেই। অন্যদিকে বাংলাদেশ দলে নেই সাকিব আল হাসান আর তামিম ইকবাল। সাকিব না থাকায় দলকে নেতৃত্ব দিচ্ছেন লিটন দাস।

এই ম্যাচে বাংলাদেশ খেলতে নেমেছে তিন পেসার নিয়ে। তাসকিন আহমেদ ফিরেছেন একাদশে। গত বছর ভারতের বিপক্ষে খেললেও পরে আয়ারল্যান্ডের বিপক্ষে ছিলেন না তিনি। তাসকিনের সঙ্গে আছেন শরিফুল ইসলাম ও এবাদত হোসেন।

স্কোয়াডে থাকলেও উদ্বোধনী ব্যাটার তামিম ইকবালের একাদশে না থাকা নিশ্চিত হয়ে গিয়েছিল আগেই। তার জায়গায় ইনিংস উদ্বোধন করবেন জাকির হাসান ও মাহমুদুল হাসান জয়।

আফগানিস্তানের হয়ে অভিষেক হচ্ছে দুজনের। নিজাতুল্লাহ মাসুদ ও করিম জানাত খেলবেন তাদের প্রথম টেস্ট।

বাংলাদেশ একাদশ

জাকির হাসান, মাহমুদুল হাসান জয়, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ।

আফগানিস্তান একাদশ

ইব্রাহিম জাদরান, আব্দুল মালিক, রহমত শাহ, হাসমতুল্লাহ শহিদি, নাসির জামাল, করিম জানাত, আফসার জাজাই, হামজা হোটাক, জাহির খান, নিজাতুল্লাহ মাসুদ, ইয়ামিন আহমেদজাই।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মিরপুর,টেস্ট,একাদশ,বাংলাদেশ,ব্যাটিং,টস,আফগানিস্তান
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close