• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ওয়ানডে বিশ্বকাপ

দুপুরে মাঠে নামছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস

প্রকাশ:  ০৯ অক্টোবর ২০২৩, ০৯:৪৬
স্পোর্টস ডেস্ক

ত্রয়োদশ ওয়ানডে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে কিছুটা দুর্বল প্রতিপক্ষ নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামছে নিউজিল্যান্ড। সোমবার (৯ অক্টোবর) হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর আড়াইটায়। সরাসরি সম্প্রচার করবে গাজী টিভি ও টি স্পোর্টস।

বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডকে ৯ উইকেটে রীতিমত উড়িয়ে দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করেছে নিউজিল্যান্ড। মারকুটে ব্যাটিং প্রদর্শনী দেখিয়ে দুই সেঞ্চুরি তুলে নেয় ডেভন কনওয়ে ও রাচিন রাবিন্দ্রা।

অন্যদিকে নিউজিল্যান্ড জয় দিয়ে আসর শুরু করলেও পাকিস্তানের কাছে ৮১ রানের হার দিয়ে বিশ্বকাপে যাত্রা করে নেদারল্যান্ডস। টস হেরে প্রথমে ব্যাট করতে নামা পাকিস্তানকে ২৮৬ রানেই গুটিয়ে দেয় তারা। এরপর ব্যাটারদের ব্যর্থতায় ৯ ওভার বাকী থাকতে ২০৫ রানে শেষ হয় নেদারল্যান্ডস ইনিংস।

এখন পর্যন্ত ওয়ানডেতে চারবার মুখোমুখি হয়েছে নিউজিল্যান্ড ও নেদারল্যান্ডস। চার ম্যাচেই জয় কিউইদের। গেল বছর সবশেষ দু’দলের দেখা হয়েছিলো। ঘরের মাঠে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নেদারল্যান্ডসকে হোয়াইটওয়াশ করেছিলো নিউজিল্যান্ড।

নেদারল্যান্ডস দল

স্কট এডওয়ার্ডস (অধিনায়ক), কলিন অ্যাকারম্যান, শারিজ আহমেদ, ওয়েসলি বারেসি, লোগান ফন বিক, আরিয়ান দত্ত, সিব্র্যান্ড এঙ্গেলব্রেখট, রায়ান ক্লাইন, বাস ডি লিডে, পল ফন মিকেরেন, রোলফ ফন ডার মারু, তেজা নিদামানুরু, ম্যাক্স ও’দাউদ, বিক্রম সিং ও সাকিব জুলফিকার।

নিউজিল্যান্ড দল

টম লাথাম (অধিনায়ক), ট্রেন্ট বোল্ট, মার্ক চাপম্যান, ডেভন কনওয়ে, লুকি ফার্গুসন, ম্যাট হেনরি, ড্যারিল মিচেল, জিমি নিশাম, গ্লেন ফিলিপস, রাচিন রবীন্দ্র, মিচেল স্যান্টনার, ইশ সোধি, কেন উইলিয়ামসন, টিম সাউদি, উইল ইয়ং।

পূর্বপশ্চিমবিডি/এসএমর

ওয়ানডে বিশ্বকাপ,নেদারল্যান্ডস,নিউজিল্যান্ড
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close