• শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

মস্কোতে হামলায় রাশিয়া-প্যারাগুয়ে ম্যাচ বাতিল

প্রকাশ:  ২৩ মার্চ ২০২৪, ২১:১৬
পূর্বপশ্চিম ডেস্ক

ফুটবলের বড় আসরগুলোকে সামনে রেখে নিজেদের ঝালিয়ে নিতে প্রীতি ম্যাচে মাঠে নামছে দলগুলো। তারই ধারাবাহিকতায় সোমবার রাশিয়া ও প্যারাগুয়ের মধ্যে আন্তর্জাতিক প্রীতি ম্যাচ হওয়ার কথা ছিল। তবে ম্যাচটি হচ্ছে না। ডায়নামো মস্কোতে সন্ত্রাসী হামলায় পিছিয়ে গেছে ম্যাচটি।

আজ রোববার (২৩ মার্চ) হামলার খবর পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ম্যাচ ম্যাচ স্থগিতের সিদ্ধান্ত নেয় রাশিয়া ফুটবল ফেডারেশন। এ নিয়ে একটি বিবৃতি দিয়েছে তারা। তাদের ভাষ্য, ‘হামলার ঘটনার প্রেক্ষিতে প্যারাগুয়ে ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনা করে ম্যাচ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

শুক্রবার (২২ মার্চ) মস্কো শহরের কনসার্ট হলে এই ভয়াবহ সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। বন্দুকধারীরা অতর্কিত এই হামলা চালায়। এরই মধ্যে অন্তত ১১৫ জন নিহত এবং প্রায় ১৪০ জন আহত হয়েছে বলে জানা গেছে।

এউ ঘটনায় মস্কো পুলিশ ১১ জনকে এর মধ্যেই আটক করেছে, যাদের মধ্যে চারজন হামলায় সরাসরি অংশ নেয় বলে জানানো হয়েছে। এরই মধ্যে ইসলামি স্টেট (আইএস) গ্রুপ এই হামলার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে।

ফুটবল,হামলা,মস্কো,ম্যাচ বাতিল
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close