• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ফেলিক্সের জন্য ম্যানইউর ১০০ মিলিয়ন ইউরো

প্রকাশ:  ১৫ ফেব্রুয়ারি ২০১৯, ১১:৫৮
স্পোর্টস ডেস্ক

অ্যালেক্স ফার্গুসনের হাত ধরে ম্যানচেস্টার ইউনাইটেডে ক্রিশ্চিয়ানো রোনালদোর শুরু। সেখান থেকে স্পেন হয়ে ইতালিতেও নিজের কারিশমা দেখাচ্ছেন পর্তুগিজ তারকা। একের পর এক ইতিহাস লিখে চলেছেন।

সে কারণেই পর্তুগালের নতুন রোনালদোকে পেতে চাইছে ম্যানইউ। মাদ্রিদ, জুভেন্টাস, এসি মিলান, বার্সেলোনা, বরুশিয়া ডর্টমুন্ডও তাকে পেতে চায়। পর্তুগালের ক্লাব বেনফিকার ফুটবলার হোয়াও ফেলিক্সের জন্য ১০০ মিলিয়ন ইউরো খরচ করতে রাজি রেডডেভিলরা।

সম্পর্কিত খবর

    দ্য সানের খবর, এই পরিমাণ অর্থই ফেলিক্সের জন্য চাইতে পারে বেনিফিকা। যদিও আগে তার রিলিজ ক্লজ ১২০ মিলিয়ন ইউরো বলা হয়েছিল।আগামী দিনের তারকা বলা হচ্ছে ফেলিক্সকে। ১৯ বছর বয়সী এই ফুটবলার চলতি মৌসুমে নয়টি লিগ ম্যাচে চারটি গোল করেছেন। গত কয়েক বছর রীতিমতো মাঠে দাপিয়ে খেলছেন বেনফিকার জার্সিতে।

    ২০১৫ সালে প্যাডরোনেস থেকে বেনফিকায় যোগ দেন তিনি। তার আগে ছয় বছর পর্তুগালের আরেক জনপ্রিয় দল পোর্তোর ফুটবলার ছিলেন। অ্যাটাকিং মিডফিল্ডার এবং উইঙ্গার হিসেবে খেলেন ফেলিক্স।

    ব্রাজিলের ফিলিপ্পে কুতিনহোর খেলার সঙ্গে অনেকটা মিল রয়েছে। স্কিল ও টেকনিকে তার মধ্যে পর্তুগালের সাবেক মিডফিল্ডার ডেকোকেও দেখেন সবাই। সৃজনশীলতা ও গতির জন্য ফেলিক্সের মধ্যে রুই কস্তা ও জিনেদিন জিদানের ছায়া দেখছেন অনেকে।

    /এস কে

    • সর্বশেষ
    • সর্বাধিক পঠিত
    close