• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

অলিম্পিকে স্বাগতিক হতে পারছে না ভারত

প্রকাশ:  ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০২ | আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৩
স্পোর্টস ডেস্ক

ভবিষ্যতে আওতায় থাকা যেকোনো টুর্নামেন্টের স্বাগতিক হওয়ার জন্য ভারতের আবেদন গ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক অলিম্পিক কমিটি (আইওসি)।

কাশ্মীরের পুলওয়ামায় জঙ্গি হামলায় ৪০ জন ভারতীয় সেনাসহ ৪৪ জনের নিহতের জেরে দুই পাকিস্তানি শুটারের ভিসা আটকে দেয় ভারত। বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার উদ্দেশ ছিল এই দুই পাকিস্তানি খেলোয়াড়ের। ভারতের বৈষম্যমূলক আচরণের প্রতিক্রিয়ায় দেশটিকে এই শাস্তি দিল আইওসি।

ভারতের ঝামেলা এখানেই কমছে না। ভবিষ্যতে অন্য খেলাধুলার কোনো আসর যেন দেশটিতে না হয় সেজন্য বিভিন্ন ফেডারেশনে অনুরোধ জানিয়েছে সংস্থাটি।

একটি মৌলিক নীতির ওপর ভর করে অলিম্পিকের আইন দাঁড় করানো। সেই নীতি হল কারও সঙ্গে বৈষম্য করা যাবে না। শুক্রবার বিবৃতিতে এমনটাই জানিয়েছে আইওসি।

ফলাফলে আইওসির নির্বাহী সভাতে সিদ্ধান্ত নেয়া হয়েছে যে অলিম্পিক সম্পর্কিত যেকোনো টুর্নামেন্টে স্বাগতিক হওয়ার জন্য ভবিষ্যতে ভারত জাতীয় অলিম্পিক কমিটি ও দেশটির সরকারের কোনো আবেদন গ্রহণ করা হবে না। লিখিতভাবে অলিম্পিকের নিয়ম অনুযায়ী সকল খেলোয়াড়ের অংশগ্রহণের বিষয়টি নিশ্চিত করার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বলবত থাকবে।

পিবিডি/টিএইচ

অলিম্পিক
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close