• শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

‘শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়ন ও অগ্রতিতে দেশের আমুল পরিবর্তন হয়েছে’

প্রকাশ:  ১১ এপ্রিল ২০১৯, ১৮:০১
দিনাজপুর প্রতিনিধি

জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম তথ্য প্রযুক্তি, শিক্ষা, স্বাস্থ্য, রাস্তা, ব্রীজ-কালভার্ট সহ বিভিন্ন উন্নয়ন কর্মকান্ডে চিত্র তুলে ধরে বলেন, বিগত ১০ বছরে আওয়ামীলীগ উন্নয়নের মাধ্যমে দেশের আমুল পরিবর্তন এনেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরপরই বিএনপি-জামাতের রেখে যাওয়া ভঙ্গুর, রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রীজ নির্মান ও সংস্কারের উপর গুরুত্ব দিয়েছে।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ টার দিকে দিনাজপুর হাউজিং এস্টেট-এ প্রায় ১৩ কোটি টাকা ব্যয়ে রাস্তা, ড্রেন, কালভার্ট ও শিশুপার্ক এর নির্মাণ কাজের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

হুইপ আরোও বলেন , বিগত ১০ বছরে প্রত্যন্তগ্রামাঞ্চল থেকে সারাদেশে যোগাযোগ ব্যবস্থা ও বিদ্যূতের উন্নয়ন হওয়ায় দেশের মানুষের উন্নয়ন হয়েছে। বিএনপি-জামাত খাতা কলমে রাস্তা-ঘাট, কালভার্ট, ব্রীজ নির্মান ও সংস্কার দেখিয়ে কোটি কোটি টাকা লুটপাট করেছে। বিএনপি জামাত নেতাদের ভাগ্যের উন্নয়ন হলেও, দেশের ও সাধারন মানুষের কোন উন্নয়ন হয়নি। ফলে দেশ তলাবিহিন ঝুড়িতে পরিনত হয়েছিল। সেই তলাবিহীন ঝুড়ির দেশকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থনৈতিক ভাবে স্বয়ংসম্পন্ন ভাবে গড়ে তুলেছে। অভাব এদেশ থেকে পালিয়ে গেছে। মানুষ শান্তিতে আছে।

এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ইমদাদ সরকার. নির্বাহী প্রকৌশলী দেলোয়ার হোসেন, শহর আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রায়হান কবীর সোহাগ, সাধারন সম্পাদক খালেকুজ্জামান রাজু, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বিশ্বজিৎ ঘোষ কাঞ্চন, পৌর কাউন্সিলর তৈয়ব আলী দুলাল, জেলা পরিষদ সদস্য ফয়সাল হাবিব সুমন প্রমুখ।

একই দিন দিনাজপুর সদর উপজেলার ৭নং উথরাইল ইউনিয়নে হযরত রাবেয়া বসরী (রহঃ) বালিকা কওমি মাদ্রসার ৫তলা বিশিষ্ঠ ভবনের ভিত্তি প্রস্তর স্থাপন করেন প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপি।

পিবিডি/আর-এইচ

দিনাজপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close