• রোববার, ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ছাগল খেতে এসে ধরা পড়লো মেছোবাঘ

প্রকাশ:  ০২ জানুয়ারি ২০২২, ১৭:২৯
সাভার (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে এক গৃহস্থের ছাগল খেতে এসে জনতার হাতে ধরা পড়েছে একটি মেছোবাঘ। শনিবার (১ জানুয়ারি) রাতে উপজেলার কুশুরা ইউনিয়নের নবগ্রাম এলাকা থেকে বাঘটি ধরা হয়।

রোববার (২ জানুয়ারি) পর্যন্ত বাঘটি ওই গ্রামের মো. আব্দুল হালিমের তত্ত্বাবধানে আছে জানিয়েছেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে মেছোবাঘটি লোকালয়ে আসে। শনিবার রাতে কৃষক মো. আব্দুল হালিমের বাড়ির একটি ছাগল ধরে নিয়ে আমবাগানের ভেতর খাচ্ছিল ওই বাঘটি। এ সময় কিছু পথচারীরা অদ্ভুত শব্দ শুনে ভয়ে আঁতকে ওঠে। পরে এলাকাবাসীর সহযোগিতায় লাঠিসোটা আর মোটা সুতার জাল নিয়ে বাঘটিকে ঘেরাও করে আটক করা হয়।

আব্দুল হালিম বলেন, শনিবার দিনগত রাত ১২টার দিকে আমার বাড়ির উঠানে থাকা ছাগল ধরে নিয়ে যায়। প্রথমে ধারণা করেছিলাম হয়তো কোনো শিয়াল বা পাগলা কুকুরের কাজ। অনেক খোঁজাখুঁজি করেও কোথাও ছাগলটি পাইনি। পরে গ্রামবাসীর আনাগোনা ও হইহুল্লোড় শুনে এগিয়ে গিয়ে দেখি ওই মেছো বাঘটিই আমার ছাগলটি ধরে নিয়ে খেয়ে ফেলেছে। বাঘের পাশেই পড়ে আছে ছাগলটির মাথা। পরে সবাই মিলে বাঘটিকে ধরে লোহার খাঁচায় আটকে রেখেছি। উপজেলা প্রাণিসম্পদ অফিসে খবর পাঠিয়েছি।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. সাইদুর রহমান বলেন, বাঘটি লোকালয়ে ছাগল খাওয়ার জন্য এসে জনতার হাতে ধরা পড়ে। এ ব্যাপারে চিড়িয়াখানা কর্তৃপক্ষকে খবর দেওয়া হয়েছে। তারা এলেই বাঘটি হস্তান্তর করা হবে।


পূর্বপশ্চিমবিডি/জিএস

ছাগল,মেছোবাঘ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close