• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ন‌ড়িয়ায় অ‌নিয়‌মের অ‌ভি‌যো‌গ সংবাদ সম্মেলন

মৃতরাও যেখা‌নে ভোট দি‌য়েছেন

প্রকাশ:  ০৭ জানুয়ারি ২০২২, ১৪:২৭ | আপডেট : ০৭ জানুয়ারি ২০২২, ১৪:৩২
শরীয়তপুর প্রতি‌নি‌ধি

শরীয়তপুরের নড়িয়া উপজেলার ডিঙ্গামানিক ইউনিয়নে শতভাগ ভোট প্রয়োগ ও কয়েকটি কেন্দ্রে জোর করে ফলাফলের কাগজে এজে‌ন্টদের স্বাক্ষর নেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন আনারস প্রতিকের চেয়ারম্যান প্রার্থী আনোয়ার হোসেন খান।

বৃহস্পতিবার (৭ জানুয়ারি) সকালে ডিঙ্গামানিক ইউনিয়নে তার নিজ বাড়িতে এ সংবাদ সম্মেলনে করেন তিনি।

তিনি বলেন, নিবার্চন চলাকালীন সময় কেন্দ্র প্রজাইডিং কর্মকতারা প্রথম থেকেই আনার‌সের এজেন্টদের বের ক‌রে দি‌য়ে বি‌ভিন্ন অ‌নিয়ম ক‌রে‌ছেন। বিশেষ করে ৩নং দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে‌ন্দ্রে শতভাগ ভোট দেখা‌নো হ‌য়ে‌ছে। কিন্তু শতভাগ ভোট পড়ার কোনো সু‌যোগ নেই। কিন্তু দা‌য়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা কিভা‌বে এমন অ‌নি‌য়ম ক‌রে ফলাফল প্রকাশ ক‌রে‌ছে।

আনোয়ার হোসেন খান বলেন, কেন্দ্রটি‌তে ভোটার সংখ্যা ২ হাজার ২শ’ ২৬ জনের সবাই ভোট দি‌য়ে‌ছে। ওই কেন্দ্র মৃত ভোটারাও ভোট দি‌য়ে‌ছে ব‌লে ফলাফ‌লে দেখা‌নো হ‌য়েছে।

এ ‌নি‌য়ে ডিঙ্গামানিক ইউনিয়নের ৮টি কেন্দ্রের ফলাফল পুনরায় গণনা এবং ৩নং ওয়ার্ডে দেওয়াজুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় কে‌ন্দ্রে পুনরায় ভোট গ্রহণের দাবি জা‌নি‌য়ে রিটানিং কর্মকর্তাসহ বি‌ভিন্ন দপ্ত‌রে লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রে‌ছেন ব‌লে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/অ-ভি

সংবাদ সম্মেলন,অ‌ভি‌যো‌গ,ন‌ড়িয়া,অ‌নিয়‌ম,শরীয়তপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close