• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

বিষপানে প্রতিবন্ধীর আত্মহত্যা

প্রকাশ:  ১৪ জানুয়ারি ২০২২, ১৮:০৪
মনিরামপুর (যশোর) প্রতিনিধি

যশোরের মনিরামপুরে বিষপান করে হাবিবুর রহমান নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছেন। গত বৃহস্পতিবার (১৪ জানুয়ারি) রাতে উপজেলার হরিশপুর গ্রামে এ ঘটনা ঘটে।

হাবিবুর ওই গ্রামের বজলুর রহমানের ছেলে। তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন। এ ঘটনায় নিহতের চাচা আয়ুব আলী বাদী হয়ে শুক্রবার (১৫ জানুয়ারি) থানায় অপমৃত্যু মামলা করেছেন। হাবিবুরের আত্মহত্যার প্রকৃত কারণ জানা যায়নি।

আয়ুব হোসেন বলেন, হাবিবুর শারীরিক প্রতিবন্ধী ছিলেন। তিনি দুই কন্যার বাবা। এর আগেও দুবার বিষ পানে আত্মহত্যা করতে চেয়েছিলেন তিনি। দুবারই চিকিৎসায় সুস্থ হয়েছেন।

তিনি বলেন, বৃহস্পতিবার সন্ধ্যা সাতটার দিকে সবার অজান্তে বাড়িতে রাখা কীটনাশক পান করেন হাবিবুর। টের পেয়ে ওই সময় তাঁকে কেশবপুর হাসপাতালে নেওয়া হয়। অবস্থা খারাপ হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে রেফার করেন ডাক্তার। পরে সদরে নেওয়ার পথে মারা যান হাবিবুর।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর-ই-আলম সিদ্দীকি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, স্বজনদের অনুরোধে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।


পূর্বপশ্চিমবিডি/জিএস

বিষপান,প্রতিবন্ধী,আত্মহত্যা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close