• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

বরগুনায় ৪০০ কেজি হাঙরের বাচ্চা জব্দ

প্রকাশ:  ১৭ মার্চ ২০২২, ১২:৩৮
বরগুনা

বরগুনায় একটি মালবাহী গাড়ি তল্লাশি করে ৪০০ কেজি হাঙরের বাচ্চাসহ দুজনকে আটক করা হয়েছে। পরে তাদেরকে ভ্রাম্যমাণ আদালতে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার এম জমির হোসেন (সিপিও) জানান, বুধবার (১৬ মার্চ) রাত ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তালতলা বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে একটি মালবাহী গাড়ি থেকে ৪০০ কেজি হাঙরের বাচ্চা জব্দ করা হয়। এ সময় দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা এবং বন বিভাগের স্থানীয় রেঞ্জ কর্মকর্তার উপস্থিতিতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের ৫ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয় এবং হাঙরের বাচ্চাগুলো মাটি চাপা দিয়ে ধ্বংস করা হয়েছে।

পাথরঘাটা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু জানান, জব্দ করা হাঙরের বাচ্চাগুলো মাটি চাপা দিয়ে বিনষ্ট করা হয়েছে এবং আটক দুই ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালতে পাঁচ হাজার টাকা করে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

বরগুনা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন, হাঙর নিধন সম্পূর্ণ বেআইনি। কোস্টগার্ড ও মৎস্য বিভাগের এমন অভিযান অব্যাহত থাকবে।

পূর্বপশ্চিম/আরএইচ/এনএন

হাঙর,বরগুনা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close