• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শরীয়তপুরে হরতালের সমর্থনে মিছিল

প্রকাশ:  ২৮ মার্চ ২০২২, ১১:৩৩
জেলা প্রতিনিধি

শরীয়তপুরে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা বাম গণতান্ত্রিক জোটের অর্ধদিবস হরতালের সমর্থনে মিছিল হয়েছে।

সোমবার (২৮ মার্চ) সকাল ৭টায় জেলা শহরের প্রধান প্রধান সড়ক পদক্ষিণ করে মিছিলটি। মিছিল শেষে একটি পথসভা অনুষ্ঠিত হয়।

মিছিলে অংশগ্রহণ করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান রোকন, জেলা সিপিবির সদস্য নজরুল ইসলাম রিপন, সোনাই সিকদার, ছাত্র ইউনিয়ন সভাপতি সাইফ রুদাদসহ প্রমুখ।

পথসভায় সিপিবির সহকারী সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান রোকন বলেন, দেশে তেলের দাম বৃদ্ধি, গ্যাসের দাম বৃদ্ধিসহ নিত্যদ্রব্যের দাম বৃদ্ধি পেয়েছে। প্রধানমন্ত্রী এগুলো জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না। পত্রপত্রিকায় দেখেছি, হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে, পাচার হয়েছে। কিন্তু ব্যবস্থা নেয়নি। বাংলাদেশ আজ বাংলাদেশ নাই। ওই লুটেরা, ওই ধনী শ্রেণির দুর্নীতিবাজ লুটরাষ্ট্র বানিয়েছে। জনগণের দাবি, নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমে মানুষের হাতের নাগালের আসুক। এতে করে মানুষ খেয়েপরে বাঁচতে পারবে।

বক্তারা আরোও বলেন, মানুষের জীবন বাঁচানোর দাবিতে সোমবার বাম গণতান্ত্রিক জোট হারতাল ডেকেছে। শান্তিপূর্ণ হরতাল পালিত হচ্ছে। আমাদের দাবি একটাই দ্রব্যমূল্যের দাম কমানো। এ ছাড়া কিছু না। লুটেরা ব্যবসায়ীদের স্বার্থরক্ষা করতে কাজ করে চলছে। এর বিরুদ্ধে জনগণের রায় দিতে হবে।

পূর্বপশ্চিম/এসআর/এনএন

হরতাল,শরীয়তপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close