• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

সাতক্ষীরায় জামায়াতের আমীরসহ ৬ নেতাকর্মী গ্রেফতার

প্রকাশ:  ৩১ মার্চ ২০২২, ১৬:০৫
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি

সাতক্ষীরার তালা উপজেলা জামায়েতের আমীর মাওলানা মফিজুল ইসলাম ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিসআলীসহ ৬ নেতাকমীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৩০ মার্চ) রাতে উপজেলার তালার ইসলামকাটি ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ আলির বাড়িসহ বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় আটককৃতদের কাছ থেকে কয়েকটি জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদসহ গ্রেফতার করা হয়। এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে তালা থানায় একটি মামলা হয়েছে।

পুলিশ জানায়, জনমনে ভীতি তৈরি ও দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির মাধ্যমে ষড়যন্ত্রে লিপ্ত হওয়ার খবরে বুধবার সন্ধ্যায় তালার ইসলামকাটি ইউনিয়নের জামায়াত নেতা আমজাদ আলির বাড়িতে অভিযান পরিচালনা করে ইসলামকাটি ইউনিয়ন জামায়াতের আমীর মোশারফ হোসেন, সেক্রেটারী আজহারুল ইসলামসহ শেখ নুরুল ইসলাম, রেবেকা বেগমকে আটক করা হয়। এ সময়ে ঘটনাস্থল থেকে প্রায় শতাধিক জামায়ত শিবিরের নেতাকর্মীরা পালিয়ে যায়। পরে রাতেই অভিযান চালিয়ে উপজেলা জামায়াতের আমীর মাওলানা মফিজুল ইসলাম ও সেক্রেটারী অধ্যাপক ইদ্রিস আলীকে আটক করে পুলিশ।

তালা থানার অফিসার ইনচার্জ(ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান বলেন, এ সময় গ্রেফতারকৃতদের কাছ থেকে কয়েকটি জিহাদী বই, চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে নাশকতা সৃষ্টির অভিযোগে বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

পূর্বপশ্চিম/আরটি/এনএন

সাতক্ষীরা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close