• শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
  • ||

রোজা শুরু হয়েছে শরীয়তপুরের ৪০ গ্রামে

প্রকাশ:  ০২ এপ্রিল ২০২২, ১৯:৪১
শরীয়তপুর প্রতিনিধি

সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (২ এপ্রিল) থেকে রোজা শুরু হয়েছে শরীয়তপুরের ৪০টি গ্রামে। রোজা পালনকারীরা সকলেই সুরেশ্বর দরবার শরীফের অনুসারী।

বিষয়টি নিশ্চিত করেন সুরেশ্বর দরবার শরীফের গদিনশিন কামাল হোসেন নূরি।

তিনি বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে শত বছর ধরে আমরা এই নিয়ম পালন করে আসছি। সুরেশ্বর দরবার শরীফের যারা অনুসারী তারা যেখানেই আছেন প্রত্যেকেই আজ থেকে রোজা রেখেছেন। শরীয়তপুরের অন্তত ৪০টি গ্রামের ভক্ত-অনুসারীরা রোজা পালন করছেন। শুধু রোজা নয় ঈদুল আজহাও আমরা সৌদি আরবের সঙ্গে মিল রেখে পালন করি।

সাধারণত সৌদি আরবের একদিন পর বাংলাদেশে রমজান শুরু হয়। তবে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করে জাতীয় চাঁদ দেখা কমিটির ওপর। এদিকে সৌদিতে শুক্রবার রাতে চাঁদ দেখা যাওয়ায় শনিবার থেকে রমজান মাস শুরু হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

শরীয়তপুর,রমজান

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close