• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

শরীয়তপুরের খাল ও ব্রিজ দখল করে দোকান নির্মাণ

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০২২, ১৪:৩৭
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুর সদর উপজেলার শৌলপাড়া বাজারে শাহজাহান খান নামে এক ব্যবসায়ীর বিরুদ্ধে খাল ও ব্রিজ দখল করে দোকান নির্মাণের অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (০৭ এপ্রিল) সরেজমিনে গিয়ে দেখা যায়, বাজারের উত্তর মাথার ব্রিজ সংলগ্ন খাল ও ব্রিজের একাংশ দখল করে দোকান নির্মাণ করতেছেন।

নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যবসায়ী জানান, শাহজাহান মিয়া এলাকার প্রভাবশালী ব্যক্তি। দু’দিন আগে স্থানীয় তহশিলদার এসে বিষয়টি দেখে গেছেন। তিনি দোকান নির্মাণের কাজ অব্যাহত রেখেছেন। তহশিলদারকে টাকা দিয়ে ম্যানেজ করেই দোকান নির্মাণ করতেছেন নয়ত ব্রিজের একাংশ ও খাল দখল করে দোকান নির্মাণ করতে দিতেন না তহশিলদার।

অভিযুক্ত শাহজাহান খান মুঠোফোনে বলেন, আমি মেম্বার (সাবেক), সাংবাদিক মেম্বার ভাই ভাই, আপনার সাথে আমি দেখা করব।

তহশিলদারের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই তা তো বুঝেনই, এত জেনে কি করবেন? তাকে অল্প কিছু দিয়ে ম্যানেজ করেছি।

এবিষয়ে চিকন্দী ইউনিয়ন ভূমি কর্মকর্তা (তহশিলদার) মোহাব্বত উল্লাহ বলেন, আমি তিনদিন আগে গিয়েছিলাম, বাজারের লোকজন বলেছে এটা তার নিজস্ব জায়গা। জমিটি শাহজাহান খানের নামে নবায়ন করা।

অর্থের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা সম্পূর্ণ মিথ্যা। আমার সাথে তার সাথে দেখাই হয় নাই।

এ বিষয়ে শরীয়তপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ফাতেমা আক্তার জানান, আমি বিষয়টি জানতে পেরেছি, আমার তহশিলদার ইতোমধ্যে সেখানে গিয়েছেন। যদি সরকারি জমি ও স্থাপনা দখল করে থাকে তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পূর্বপশ্চিমবিডি/এসআর/জেএস

শরীয়তপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close