• রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

২০০ টাকার জন্য স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশ:  ০৭ এপ্রিল ২০২২, ১৬:৪১ | আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৬:৪৫
শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলায় স্কুলের ভর্তির ২০০ টাকা দিতে না পাড়ায় অভিমানে অনিমা সুরাইয়া (১৪) নামে এক শিক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

বুধবার (৬ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার কুচাই পট্টি ইউনিয়নের কুলচুরি পাতার চর গ্রামে এ ঘটনা ঘটে। অনিমা ওই গ্রামের আলমগীর হোসেন মোল্লার (৪৫) মেয়ে। সে চর মাইজারি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর ছাত্রী।

জানা যায়, নিজ ঘর থেকে ঝুলন্ত অবস্থায় অনিমাকে উদ্ধার করে স্থানীয়রা। পরে গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য শরীয়তপুর সদর হাসপাতালে পাঠান। সদর হাসপাতালে প্রথমিক চিকিৎসা দেওয়া হলে কিছুটা উন্নতি দেখা দিলেও বিকাল ৪ টার দিকে অনিমা মারা যায়।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, বুধবার সকালে স্কুলে যাওয়ার সময় বাবার কাছে স্কুলের ভর্তির জন্য দুইশত টাকা দাবি করে অনিমা। কিন্তু বাবা টাকা দিতে না পারায় অভিমানে তার নিজ ঘরের দরজা বন্ধ করে দেয়। কিছুক্ষণ পরে তাকে গলায় ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় স্থানীয়রা।

গোসাইরহাট থানার পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়ছে। এ বিষয় কোনো অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/জেএস

শরীয়তপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close