• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ফেনীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখায় জরিমানা

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২২, ১৮:৫৭
ফেনী প্রতিনিধি

ফেনীতে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে তানভীর সুপার শপকে জরিমানা করা হয়েছে।

রোববার ২৪ এপ্রিল দুপুরে এ অভিযান চালানো হয়। এছাড়া সদর উপজেলার পাঁচগাছিয়ায় এ ডি ফুড প্রোডাক্টস নামে একটি নকল ট্যাং কারখানায় অভিযান চালায় ভোক্তা অধিকার অধিদপ্তর ফেনী কার্যালয়।

ভোক্তা অধিকার অধিদপ্তর এর সহকারী পরিচালক সোহেল চাকমা জানান, ক্ষতিকর রং মিশিয়ে নকল ট্যাং তৈরি হচ্ছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে গেলে কারখানার লোকজন পালিয়ে যায়। পরবর্তীতে প্রতিষ্ঠানটির মালিককে নোটিশ প্রদান করা হয় যে তার প্রতিষ্ঠান কেন বন্ধ করা হবে না তা আগামী ৭ কার্যদিবসের মধ্যে জবাব দিতে হবে। এসময় কারখানার মালিককে না পাওয়ায় বাড়ির মালিককে নোটিশ প্রদান করা হয়।

অভিযানে অংশ নেন নিরাপদ খাদ্য কর্মকর্তা আফিফা সিদ্দিকা ও নমুনা সংগ্রহকারী মো. রিদন সহ ফেনী সদর মডেল থানার একটি দল।

পূর্বপশ্চিমবিডি/এএএম/এনজে

মেয়াদোত্তীর্ণ,জরিমানা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close