• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

৬২৪ বস্তা অবৈধ চিনি জব্দ, লাখ টাকা জরিমানা

প্রকাশ:  ০৫ মে ২০২৪, ০০:০৫
পূর্বপশ্চিম ডেস্ক

নারায়ণগঞ্জের রূপগঞ্জে অভিযান চালিয়ে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে আমদানি করা ৬২৪ বস্তা ভারতীয় চিনি জব্দ করেছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। জব্দকৃত ভারতীয় চিনির আনুমানিক বাজারমূল্য ৩৯ লাখ টাকা।

পুলিশ প্রশাসন, র‍্যাব ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সংস্থার সহায়তায় শনিবার (৪ মে) বিকেলে উপজেলার নয়ানগর এলাকায় দেওয়ান এন্টারপ্রাইজ নামে একটি ব্যবসা প্রতিষ্ঠানের গুদামে এই অভিযান পরিচালনা করা হয়।

পরে দেওয়ান এন্টারপ্রাইজের অভিযুক্ত মালিককে কৃষি বিপণন আইন ২০১৮ এর ১৯ ১ (ঞ) ধারায় অনুযায়ী ১ লাখ টাকা অর্থদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট।

বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া জানান, জব্দ করা মালামাল নিলামের জন্য স্থানীয় ওয়ার্ড কাউন্সিলরের জিম্মায় রাখা হয়েছে। উপযুক্ত মূল্য পেলে জব্দ করা পণ্য নিলামে বিক্রি করা হবে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার মোহাম্মদ রবিন মিয়া অভিযানে নেতৃত্ব দেন। অভিযানে র‌্যাব-১১ এর উপাধিনায়ক মেজর অনাবিল ইমাম এবং জেলা কৃষি বিপণন কর্মকর্তা মো. আতিকুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

অবৈধ,চিনি,জব্দ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close