• বুধবার, ১৫ মে ২০২৪, ১ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঠাকুরগাঁওয়ে সরকারি চাল বিতরণে অনিয়মের অভিযোগ

প্রকাশ:  ২৭ এপ্রিল ২০২২, ১৯:৪৭
ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁওয়ে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে হতদরিদ্রদের মাঝে ভিজিএফের চাল বিতরণে অনিয়মের অভিযোগ উঠেছে।

বুধবার (২৭ এপ্রিল) দিন ব্যাপি জেলা সদরের বেশ কয়েকটি ইউনিয়নে একযোগে মাথাপিছু দশ কেজি করে চাল বিতরণ করেন সংশ্লিস্ট ইউনিয়নের চেয়ারম্যানরা।

ভুক্তভোগীরা জানায়, শুখান পুখুরি ইউনিয়নে চাল বিতরণের সময় প্রত্যেক কার্ডধারিদের আধা কেজি থেকে এক কেজি পর্যন্ত ওজনে কম দেওয়া হয়েছে। অন্যদিকে বেগুনবাড়ি ইউনিয়নে কার্ডধারি মানুষগুলোর কাছে বস্তার দাম আদায় করা হয় ২৫ টাকা করে।

বেগুনবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান বনি আমিন বলেন, বস্তার টাকা না নিলে চাল আনা নেওয়ার খরচ কে দিবে। তাই খালি বস্তা প্রতি ২৫ টাকা করে নেওয়া হয়েছে।

এ বিষয়ে সদর উপজেলা নির্বাহী অফিসার আবু তাহের মোঃ সামসুজ্জামান জানান, চাল বিতরণে অনিয়ম হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/আরএইচএম/এনজে

অনিয়ম,ভিজিএফ,বিতরণ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close