• শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

টানা ৮ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ

প্রকাশ:  ২৯ এপ্রিল ২০২২, ১৪:৩৯
পঞ্চগড় প্রতিনিধি

আন্তর্জাতিক শ্রমিক দিবস ও পবিত্র ঈদুল ফিতরসহ সাপ্তাহিক ছুটির কারণে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার বাংলাবান্ধা স্থলবন্দর ৮দিন বন্ধ থাকবে। এই ৮ দিন সকল প্রকার আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে বাংলাবান্ধা-ফুলবাড়ি ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকবে।

বাংলাবান্ধা স্থলবন্দর সূত্র জানায়, পহেলা মে মহান মে দিবস এবং পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে উভয় দেশের ব্যবসায়ীসহ বন্দর সংশ্লিষ্টদের সম্মতিতে ৩০ এপ্রিল থেকে ৫ মে বৃহস্পতিবার পর্যন্ত ৬ দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। শুক্রবার ছুটির কারণে ২৯ এপ্রিল থেকে ৬ মে পর্যন্ত টানা ৮ দিন বন্ধ থাকবে স্থলবন্দরের আমদানি রপ্তানি। আগামী ৭ মে সকাল থেকে পুনরায় আমদানি রপ্তানি কার্যক্রম স্বাভাবিক হবে।

বাংলাবান্ধা আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি আব্দুল লতিফ তারিন বলেন, শনিবার (৩০ এপ্রিল) থেকে বৃহস্পতিবার (৫ মে) পর্যন্ত ছয়দিন বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হয়। আগামী ৭ মে সকাল থেকে পুনরায় কার্যক্রম স্বাভাবিক হবে।

তিনি বলেন, আমদানি-রপ্তানিকারক ও বন্দর সংশ্লিষ্টদের সর্বসম্মতিতে টানা ৮ দিন বন্দরে আমদানি-রপ্তানি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

পঞ্চগড়,বন্ধ,আমদানি-রপ্তানি,স্থলবন্দর,বাংলাবান্ধা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close