• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

অতিরিক্ত যাত্রী নিয়ে জরিমানা গুনল বরিশালের ৩ লঞ্চ

প্রকাশ:  ০৬ মে ২০২২, ২২:৪৭
অনলাইন ডেস্ক

অতিরিক্ত যাত্রী বহন করায় বরিশাল নদী বন্দরে তিনটি লঞ্চকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (৬ মে) সন্ধ্যা ৭টার দিকে অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মোস্তাফিজুর রহমান জানান, এমভি পারাবত-১৮, এমভি পারাবত-১০ এবং সুরভী-৯ লঞ্চ ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী নেওয়ায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে প্রতিটি লঞ্চকে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা জরিমানা করেছেন। এছাড়া যাত্রীপূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে লঞ্চগুলোকে পন্টুন ত্যাগে বাধ্য করা হয়।

তিনি আরও বলেন, শুক্রবার বরিশাল নদী বন্দর থেকে ভায়াসহ মোট ১৮টি লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে গেছে। যাত্রীদের নিরাপত্তায় সার্বিক ব্যবস্থা ও মনিটরিং জোরদার করা হয়েছে।

পূর্ব পশ্চিম/জেআর

জরিমানা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close