• শুক্রবার, ১৭ মে ২০২৪, ৩ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

ঢাকাগামী ৪ লঞ্চকে জরিমানা

প্রকাশ:  ০৭ মে ২০২২, ২২:৫৬
নিজস্ব প্রতিবেদক

অতিরিক্ত যাত্রী বহন ও লঞ্চের ছাদে যাত্রী উঠানোর দায়ে ঢাকাগামী ৪টি লঞ্চকে ১ লাখ ২৬ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অতিরিক্ত যাত্রী বহন ও লঞ্চের ছাদে যাত্রী উঠানো ও যাত্রীদের সাথে অসদাচরণের দায়ে এই জরিমানা করা হয়।

শনিবার (৭ এপ্রিল) সন্ধ্যায় বরিশাল নদী বন্দরে ঢাকামুখী ৪টি লঞ্চকে জরিমানার বিষয়টি নিশ্চিত করে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এর যুগ্ম পরিচালক ব‌রিশাল নদী বন্দর কর্মকর্তা মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, লঞ্চের ছাদে যাত্রী উঠানোর দায়ে এমভি কীর্তনখোলা-২ লঞ্চকে এক লাখ টাকা, সুন্দরবন-১১ লঞ্চকে ১০ হাজার টাকা, কুয়াকাটা-২ লঞ্চকে ১০ হাজার টাকা এবং পারাবত-৯ লঞ্চকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মুশফিকুর রহমান বলেন, অতিরিক্ত যাত্রী বহন ও লঞ্চের ছাদে যাত্রী উঠানো ঠেকাতে লঞ্চগুলোকে জরিমানা করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে ঘাট থেকে ছেড়ে দেয়া হয়।

পূর্ব পশ্চিম/জেআর

জরিমানা

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close