• মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১
  • ||

কুমিল্লায় বগি লাইনচ্যুত, ৩ রুটে ট্রেন চলাচল বন্ধ

প্রকাশ:  ০৯ মে ২০২২, ১০:১৪ | আপডেট : ০৯ মে ২০২২, ১০:৩৯
কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার বুড়িচং উপজেলায় মালবাহী ট্রেনের তিনটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকা-চট্টগ্রাম ও নোয়াখালীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। খবর পেয়ে আখাউড়া রেলওয়ে জংশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পৌঁছে কাজ শুরু করেছে।

সোমবার (৯ মে) ভোর ৪টার দিকে উপজেলার রাজাপুর রেলস্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে নোয়াখালী থেকে ঢাকাগামী উপকুল এক্সপ্রেস লাকসাম রেলওয়ে জংশনে এবং শশিদল স্টেশনে তূর্ণা নিশীথা এক্সপ্রেস আটকা পড়েছে।

কুমিল্লার রেলওয়ে পথ কর্মকর্তা মো. লেয়াকত আলী জানান, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা মালবাহী একটি ট্রেন ভোর ৪টার দিকে রাজাপুর রেলস্টেশন এলাকায় পৌঁছলে তিনটি বগি লাইনচ্যুত হয়। খবর পেয়ে লাকসাম ও আখাউড়া রেলওয়ে জংশন থেকে দুইটি উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে পাঠানো হয়।

ইতোমধ্যে একটি ট্রেন উদ্ধার কাজ শুরু করেছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

বন্ধ,যোগাযোগ,কুমিল্লা,রেল,লাইনচ্যুত,ট্রেন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close