• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ

প্রকাশ:  ২৪ মে ২০২২, ১৩:০৮
ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল বাসার খানের বিরুদ্ধে ব্রিজের মালামাল বিক্রির অভিযোগ উঠেছে।

সোমবার (২৩ মে) দুপুরে বিক্রি করা মালামাল ট্রাকে নেওয়ার সময় আটক করেন স্থানীয়রা।

স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান আবুল বাসার খানের বাড়ি থেকে পুরাতন দুটি লোহার ব্রিজের মালামাল ট্রাকে নেওয়া হচ্ছিল। সন্দেহ হলে ঝালকাঠি সদর থানায় জানান তারা। থানার উপ-পরিদর্শক (এসআই) খোকন হাওলাদার ও এসআই মো. সালাউদ্দিন ঘটনাস্থলে এসে ট্রাকসহ মালামাল জব্দ করে।

মালামালের ক্রেতা মনসুর হোসেন জানান, ইউপি চেয়ারম্যান আবুল বাসার খান কিছু পুরাতন ব্রিজের লোহার ভীম ও অ্যাঙ্গেল বিক্রির কথা জানান। পরে তার সঙ্গে ৬৭ হাজার টাকায় দাম চূড়ান্ত হয়। কোনো সমস্যা হলে তিনি দেখবেন বলে আশ্বস্ত করেছিলেন। সোমবার সকালে ট্রাক ভাড়া করে তার বাড়ি গিয়ে টাকা দেই। পরে মালামাল ট্রাকে উঠিয়ে দুপুর ১টার দিকে রওয়ানা হলে স্থানীয় লোকজন গাড়ি আটকায়। তখন আমি চেয়ারম্যানের কথা জানাই এবং তার মোবাইলে ফোন করি। তিনি বিষয়টি দেখতেছি জানিয়ে ফোন কেটে দেন। এখন তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

ইউপি চেয়ারম্যান আবুল বাশার বলেন, আমি কোনো ব্রিজের মালামাল বিক্রি করিনি। কোথায় কী পাওয়া গেছে তা আমার জানা নেই। আমার বাড়িতে এ মালামাল পাওয়া যায়নি। আমার আগে একাধিক চেয়ারম্যান ছিল। তাদের কারও নাম ট্রাকচালক বলেছে কি-না জেনে দেখুন।

অভিযান পরিচালনাকারী সদর থানার এসআই খোকন হাওলাদার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১১টি রড ও ৫টি ছোট ভিম, ২০টি অ্যাঙ্গেল বোঝাই একটি ট্রাক জব্দ করে ঝালকাঠি থানায় নিয়ে আসা হয়েছে। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা সাপেক্ষে তদন্তপূর্বক পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে,ব্রিজের মালামাল,বিক্রির অভিযোগ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close