• বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

২২ বছর পর জেল থেকে বেরিয়েই মাদক ব্যবসা শুরু

প্রকাশ:  ০৯ জুন ২০২২, ১৩:১২
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় হত্যা মামলায় ২২ বছর জেল খাটার পর বের হয়েই মাদক ব্যবসা শুরু করেন বাবলু শেখ (৫১) নামে এক ব্যক্তি। ৭ কেজি গাঁজাসহ পুলিশ তাকে আটক করেছে। পরে তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়।

বুধবার (৮ জুন) রাত ১১টার দিকে কুষ্টিয়ার কুমারখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করা হয়।

বাবলু শেখ কুষ্টিয়া সদর উপজেলার জগতী এলাকার বাসিন্দা ছিলেন। কিন্তু বর্তমানে তিনি নন্দনালপুর ইউনিয়নের মনোহরপুর গ্রামের ফুলতলার বাসিন্দা। তার বাবার নাম খজের আলী শেখ।

কুমারখালী থানার পরিদর্শক (তদন্ত) আকিবুল ইসলাম বলেন, বুধবার রাতে বাসস্ট্যান্ড এলাকা থেকে ৭ কেজি গাঁজাসহ বাবলু শেখকে আটক করা হয়। আটকের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি স্বীকেরোক্তি দেন যে, হত্যা মামলায় ২২ বছর হাজত খেটেছি। ৩ মাস আগে বের হয়ে আবার মাদক ব্যবসা করেছি।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, ৭ কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এনজে

২২ বছর পর,জেল থেকে বেরিয়েই,মাদক ব্যবসা শুরু

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close