• বৃহস্পতিবার, ১৬ মে ২০২৪, ২ জ্যৈষ্ঠ ১৪৩১
  • ||

জ্বালানি তেলের দাম বৃদ্ধি: হাতীবান্ধায় জাপা'র বিক্ষোভ

প্রকাশ:  ০৯ আগস্ট ২০২২, ১৬:০৯ | আপডেট : ০৯ আগস্ট ২০২২, ২১:৫১
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় জ্বালানি তেল, গ্যাস দাম বৃদ্ধি অর্থ পাচার ও ঘন ঘন লোডশেডিং এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা জাতীয় পার্টির নেতা কর্মীরা।

মঙ্গলবার (০৯ আগস্ট) দুপুরে উপজেলার আমতলা বাজার সংলগ্ন জনতা ব্যাংক এলাকায় বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এ সময় বিক্ষোভ মিছিলে জাতীয় পার্টির প্রায় কয়েক শত নেতাকর্মী অংশগ্রহন করেন। পরে বিক্ষোভ মিছিল শেষে বন্দর বাসস্ট্যান্ডে দাড়িয়ে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয় পার্টির সাবেক সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সরওয়ার হোসেন মন্ডল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব কে এম শরিফুল ইসলাম রুবেল, উপজেলা জাতীয় পার্টির সাবেক সদস্য সচিব রেজাউল করিম বাগ, জেলা মটর শ্রমিক পার্টির যুগ্ম সদস্য সচিব ও হাতীবান্ধা উপজেলা জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, উপজেলা ছাত্রসমাজের সাবেক সভাপতি আনোয়ার হোসেন, মোর্শেদুল প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/তমাল/এআই

জাতীয় পার্টি (জাপা),বিক্ষোভ মিছিল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close