• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুকুর ‘কুকি’র সন্ধান দিলে মিলবে পাঁচ হাজার টাকা

প্রকাশ:  ২৭ অক্টোবর ২০২২, ১৮:০৪ | আপডেট : ২৭ অক্টোবর ২০২২, ১৮:২২
ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহে পোষা কুকুরের সন্ধান চেয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন কুকুরের মালিক। সেই সঙ্গে সন্ধানদাতাকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেওয়ার ঘোষণা দিয়েছেন কুকুরটির মালিক সালাউদ্দিন গাউস।

বুধবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় সদর থানায় জিডিটি করেন তিনি।

সালাউদ্দিন গাউস বলেন, তার বাড়ি শহরের আদর্শপাড়া এলাকায়। প্রায় এক বছর আগে একটি বিদেশি কুকুর সংগ্রহ করে পালতে শুরু করেন। কুকুরটির নাম রাখেন কুকি। গতকাল সকালে বাড়ির গেটের বাইরে বের হওয়ার পর থেকে তাকে পাওয়া যাচ্ছে না। তার ধারণা, অচেনা কেউ কুকুরটি চুরি করে নিয়ে গেছে। অনেক জায়গায় খোঁজাখুঁজির পর কুকুরটির সন্ধান না পেয়ে থানায় জিডি করেছি।

তিনি বলেন, হারিয়ে যাওয়া পোষা কুকুরটির বয়স এক বছর। গায়ের রং সাদা ও বাদামিমিশ্রিত। ওজন ১২ কেজির ওপরে। কেউ কুকুরটির সন্ধান দিলে তাঁকে পাঁচ হাজার টাকা পুরস্কার দেবেন।

ঝিনাইদহ থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হাই বলেন, যেকোনো পোষা প্রাণী হারিয়ে গেলে আইন অনুযায়ী থানায় অভিযোগ করার সুযোগ আছে। শহরের আদর্শপাড়া এলাকায় এক যুবকের একটি পোষা কুকুর হারিয়ে যাওয়ায় তিনি আইন অনুযায়ী থানায় জিডি করেছেন।

পুলিশ বিষয়টি দেখছে বলে জানান তিনি।

পূর্বপশ্চিমবিডি/এসএম

ঝিনাইদহ,টাকা,সন্ধান,কুকুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close