• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

প্রকাশ:  ৩০ অক্টোবর ২০২২, ১৭:৩৭
লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটের পাটগ্রামে বিএসএফের ছোড়া রাবার বুলেটে রইচ উদ্দিন (৪০) নামের এক বাংলাদেশি আহত হয়েছেন।

রোববার (৩০ অক্টোবর) ভোরে উপজেলার বেলেরবাড়ি গ্রামের সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

রইচ উদ্দিন উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের বেলেরবাড়ি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

স্থানীয়রা জানান, ভোরে শ্রীরামপুর ইউনিয়নের বাংলাদেশ-ভারত সীমান্তের ৮৫২ নম্বর পিলার ও ২ ও ৩ নম্বর সাব পিলারের মাঝামাঝি এলাকা দিয়ে রইচ উদ্দিনসহ বেশ কয়েকজন। এসময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে রইচ উদ্দিনের ডান পায়ে বুলেট বিদ্ধ হয়। আহত অবস্থায় তাকে উদ্ধার করে রংপুরে চিকিৎসা নিচ্ছেন।

এ ব্যাপারে ৬১ বিজিবি ব্যাটালিয়নের শ্রীরামপুর ক্যাম্পের কমান্ডার সুবেদার নাজমুল হক জানান, বিজিবিরি রাবার বুলেটের আঘাতে একজন আহত হয়েছেন। বিষয়টি নিয়ে আমরা কথা বলার চেষ্টা করছি।

বাংলাদেশি,আহত,পাটগ্রাম,সীমান্ত,বিএসএফ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close