• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

দেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার: হানিফ

প্রকাশ:  ২৮ নভেম্বর ২০২২, ১৭:৪৮
চাঁদপুর প্রতিনিধি

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন সমাবেশে রিজার্ভ নিয়ে মিথ্যাচার করছেন উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, দেশে বর্তমানে রিজার্ভ আছে ৪৯ বিলিয়ন ডলার। বিএনপির আমলে রিজার্ভ ছিলো মাত্র সাড়ে তিন বিলিয়ন ডলার। বিএনপির লজ্জা থাকা উচিত।

সোমবার (২৮ নভেম্বর) বিকেলে চাঁদপুরের শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাহবুব-উল আলম হানিফ বলেন, সম্প্রতি বিএনপির কয়েকজন নেতাকর্মী মারা যাওয়ায় মির্জা ফখরুল সাহেবকে কান্নাকাটি করতে দেখা গেলো। ২০০১ সাল থেকে ২০০৬ সালে আওয়ামী লীগের প্রায় ১০ হাজার নেতাকর্মী মারা যাওয়ার সময় আপনার এই চোখের পানি কোথায় ছিলো।

শাহরাস্তি উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টুর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগের চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত রফিকুল ইসলাম বীরউত্তম, কেন্দ্রীয় আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, সাবেক সংসদ সদস্য নুরজাহান বেগম মুক্তা, জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি ড. শামছুল হক ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল প্রমুখ।

পূর্বপশ্চিমবিডি/এসএম

চাঁদপুর,মির্জা ফখরুল ইসলাম আলমগীর,বিএনপি,মাহবুব-উল আলম হানিফ,আওয়ামী লীগ,রিজার্ভ

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close