• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

কুষ্টিয়ায় বিষাক্ত অ্যালকোহল পানে তিনজনের মৃত্যু

প্রকাশ:  ২৪ এপ্রিল ২০২৩, ১১:২৫
কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ায় পৃথক এলাকায় বিষাক্ত অ্যালকোহল পান করে তিনজনের মৃত্যু। এছাড়া অসুস্থ হয়ে হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি আছেন আরো পাঁচজন।

সোমবার (২৪ এপ্রিল) ভোর এবং সকালে কুষ্টিয়া জেনারেল হাপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

মৃতরা হলেন- কুষ্টিয়ার ভেড়ামারা উপলোর রকিবুল আলমের ছেলে সিফাত (২৭), মিরপুর উপজেলার মশান বারুইপাড়া এলাকার হানিফের ছেলে রতন (২১) এবং সদর উপজেলার আইলচারা এলাকার হারুন অর রশিদের ছেলে শাহিন (৪৭)।

কুষ্টিয়া জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. তাপস কুমার সরকার বলেন, রোববার (২৩ এপ্রিল) রাতে বিষাক্ত অ্যালকোহল পান করে ৮ জন অসুস্থ হয়ে রাতে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি হয়। এর মধ্যে চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তিনজন মারা যায়। উন্নত চিকিৎসার জন্য দুইজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি পাঁচজন কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। তাদের অবস্থাও আশঙ্কজনক।

পূর্বপশ্চিমবিডি/এসএম

মৃত্যু,অ্যালকোহল,কুষ্টিয়া,বিষাক্ত,হাসপাতাল

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close