• শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত সরকারের পক্ষে সম্ভব হয় না: স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশ:  ৩০ মে ২০২৩, ২১:২৯
কক্সবাজার প্রতিনিধি

দেশের জনগণের স্বাস্থ্যসেবা শতভাগ নিশ্চিত করা সরকারের পক্ষে সম্ভব হয় না বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (৩০ মে) বিকেল ৫টায় কক্সবাজার-টেকনাফ সড়কের রামুর চেইন্দায় হোপ ফাউন্ডেশন কার্যালয়ে নবনির্মিত ‘হোপ মেটার্নিটি অ্যান্ড ফিস্টুলা সেন্টার’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

জাহিদ মালেক বলেন, হোপ ফাউন্ডেশন প্রসবজনিত ফিস্টুলা নিয়ে যে সেবার কার্যক্রম চালাচ্ছে তা দেশের জন্য অভাবনীয়। কক্সবাজারের মতো জায়গায় হোপ মেটার্নিটি ও ফিস্টুলা সেন্টার গড়ে ১০৪ বেডের মাতৃ সেবার আয়োজন দুঃসাহসিক বিষয়। এ কার্যক্রম সত্যি অতুলনীয়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ স্বাস্থ্য সেবায় অনেকদূর এগিয়েছে। মাতৃ ও শিশু মৃত্যু কমিয়ে আমরা এসডিজি অর্জন করতে পেরেছি। আগে নানান রোগে লোকজন মরতো, চিকিৎসার ব্যবস্থা ছিলো না বললেই চলে। কিন্তু আজকে মফস্বলের কমিউনিটি ক্লিনিক বিশ্ব স্বীকৃতি পেয়েছে। এটাকে জাতিসংঘ বিশ্বের রোল মডেল হিসেবে ঘোষণা দিয়েছে।

পূর্বপশ্চিমবিডি/এসএম

কক্সবাজার,স্বাস্থ্যমন্ত্রী,সরকার,স্বাস্থ্যসেবা,জাহিদ মালেক

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close