• বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাণীনগরে বিজয় দিবসের মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান গাইলেন কর্মকর্তারা

প্রকাশ:  ১৭ ডিসেম্বর ২০২৩, ১৩:৪৮
আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি

নওগাঁর রাণীনগরে বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে শনিবার ৫২তম মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষ্যে আয়োজিত নানা কর্মসূচির মধ্যে সন্ধ্যায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে ও উপজেলা শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পীদের অংশগ্রহণে অনুষ্ঠিত মনোজ্ঞ বিজয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান ছিলো অন্যতম। অনুষ্ঠানে সমবেত কন্ঠে দেশাত্ববোদক গান গেয়ে দর্শকদের মন মাতান উপজেলার নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম, সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমানসহ বিভিন্ন দপ্তরের প্রধানগন।

এর আগে অনুষ্ঠানে আগত দর্শকদের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম একটি রবীন্দ্র সংগীতও পরিবেশন করেন। এরপর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা উপজেলার গুরু হিসেবে পরিচিত মেহেদী হাসানের কন্ঠে গাওয়া একটি ছবির গান দর্শকদের আনন্দে অন্য একটি মাত্রা যোগ করে। এছাড়াও যাত্রা শিল্পী বাবুর দলের মুক্তিযুদ্ধ বিষয়ক একটি ছোট্ট নাটিকা অনুষ্ঠানে আগত সকল দর্শকদের মাঝে মুক্তিযুদ্ধকে অন্যভাবে তুলে ধরে। সহকারি কমিশনার (ভ’মি) মোহাম্মদ হাফিজুর রহমান ও শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে শিল্পকলা একাডেমীর নিয়মিত শিল্পী প্রীতি, অর্পিতা ঘোষ, তুবা, পল্লী বিদ্যুৎ অফিসের এজিম, জুনিয়র এজিমসহ আরো অনেকেই সংগীত ও নৃত্য পরিবশেন করে।

রানীনগর,বিজয় দিবস

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close