• মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা জাহাঙ্গীর হাসান

প্রকাশ:  ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩:২৮ | আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৩, ২৩:৪০
পূর্বপশ্চিম ডেস্ক

সাতক্ষীরা জেলার সর্বোচ্চ করদাতা হয়েছেন মেসার্স এসএম করপোরেশনের স্বত্বাধিকারী মো. জাহাঙ্গীর হাসান। কর অঞ্চল খুলনার সম্মানিত করদাতা হিসেবে ২০২২-২৩ অর্থবছরে সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ আয়কর প্রদান করায় জাহাঙ্গীর হাসানকে সম্মাননা দেওয়া হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) খুলনা পাবলিক কলেজ অডিটরিয়ামে আনুষ্ঠানিকভাবে সেরা করদাতাদের সম্মাননা ক্রেস্ট ও সনদপত্র প্রদান করা হয়। এ সময় জাহাঙ্গীর হাসানের হাতে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ও সিনিয়র সচিব আবু হেনা মো. রহমাতুল মুনিম স্বাক্ষরিত সম্মাননাপত্র ও ক্রেস্ট তুলে দেওয়া হয়।

প্রধান অতিথি হিসেবে করদাতাদের হাতে পুরস্কার তুলে দেন জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য জি এম আবুল কালাম কায়কোবাদ। খুলনা বিভাগের ১০টি জেলার ৭৭ জন করদাতাকে সম্বর্ধনা ও সম্মাননা প্রদান করা হয়।

এ সময় খুলনার কর কমিশনার সিরাজুল করিমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কর কমিশনার মো. তৌহিদুল ইসলাম, কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনর সৈয়দ আতিকুর রহমান, খুলনা পাবলিক কলেজের অধ্যক্ষ লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ শামিমুল আহসান শামীম এবং খুলনা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সভাপতি কাজী আমিনুল হক।

সেরা করদাতা,সাতক্ষীরা,জাতীয় রাজস্ব বোর্ড

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close