• বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

লক্ষ্মীপুরে নতুন বই পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

প্রকাশ:  ০১ জানুয়ারি ২০২৪, ১৮:১০
লক্ষ্মীপুর প্রতিনিধি

সারাদেশের মতো লক্ষ্মীপুরেও প্রত্যেকটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে বই উৎসব করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরাও উচ্ছ্বসিত। সোমবার (১ জানুয়ারি) সকালে লক্ষ্মীপুর আদর্শ সামাদ সরকারি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ করে কার্যক্রমের উদ্বোধন করেন জেলা প্রশাসক সুরাইয়া জাহান। এসময় জেলা শিক্ষা কর্মকর্তা গৌতম চন্দ্র মিত্র উপস্থিত ছিলেন।

পরে লক্ষ্মীপুর পৌর শহীদ স্মৃতি একাডেমি, লাহারকান্দি উচ্চ বিদ্যালয়, লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ জেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে বই উৎসব পালন করা হয়েছে। নতুন বই হাতে পেয়ে শিক্ষার্থীরা উচ্ছ্বসিত হয়ে উঠে। তাদের চেহার হাসি ফুটে উঠেছে। তবে সপ্তম, অষ্টম ও নবম শ্রেণির পুরো বই আসেনি। ১০ জানুয়ারির মধ্যে এসব শিক্ষার্থীরা সকল বই পাবেন বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।

পৌর শহীদ স্মৃতি একাডেমির বই উৎসবে প্রতিষ্ঠান পরিচালনা কমিটির সভাপতি নজরুল ইসলাম ভুলুর সভাপতিত্বে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আওলাদ হোসেন চৌধুরী ও ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক তানভীর হাসান সৈকত প্রমুখ।

লক্ষ্মীপুর সরকারি বালিকা প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি রাসেল মাহমুদ মান্না সভাপতিত্বে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিথিরা। সাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মামুনুর রশিদের সভাপতিত্বে বই বিতরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

এদিকে সকাল সাড়ে ১০টার দিকে লাহারকান্দি উচ্চ বিদ্যালয়ে পাঠ্যবই উৎসব অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে ও সহকারী প্রধান শিক্ষক মো. মুরাদ হোসেনের সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার মেয়র মোজ্জামেল হায়দার মাসুম ভূঁইয়া, পৌর ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটোয়ারী রাজু, আওয়ামী লীগ নেতা দ্বীন মোহাম্মদ মোল্লা, বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য মো. বাবর, কামরুজ্জামান মোল্লা, আনিস কবির সহ প্রমুখ।

অন্যদিকে বেলা সাড়ে ১১টার দক্ষিণ লাহারকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব উদ্বোধন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমিনুল ইসলামের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন- লক্ষ্মীপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর রিয়াজ পাটোওয়ারী রাজু, আওয়ামী লীগের সভাপতি মোরশেদ আলম সবুজ, আওয়ামীলীগ নেতা নেতা দ্বীন মোহাম্মদ মোল্লা।

জেলা প্রশাসন ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্র জানায়, জেলা সদর, রায়পুর, রামগঞ্জ, রামগতি ও কমলনগরের প্রাথমিক, ইবতেদায়ী ও মাধ্যমিকে ৪ লাখ ২০ হাজার ৬৫৬ জন শিক্ষার্থী রয়েছে। সবাইকে নতুন বই দেওয়া হবে। কয়েকটি শ্রেণির সকল বই এখনো আসেনি। ১০ জানুয়ারির মধ্যে সকল শিক্ষার্থীর হাতেই নতুন বই পৌঁছবে।

জেলা প্রশাসক (ডিসি) সুরাইয়া জাাহান বলেন, বছরের প্রথমদিন শিক্ষার্থীদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া হচ্ছে। শিক্ষার্থীদের মানুষের মতো মানুষ হিসেবে গড়ে তুলতে এ উদ্যোগ প্রশংসনীয়। বিনামূল্যে প্রাক-প্রাথমিক থেকে নবম শ্রেণির শিক্ষার্থীরা বই পাচ্ছে। এবার বই নিয়ে কোন সংকট নেই। সকল শিক্ষার্থীকেই বই দেওয়া হবে।

শিক্ষার্থী,নতুন বই,শিক্ষা,লক্ষীপুর

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close