• মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৭ বৈশাখ ১৪৩১
  • ||
শিরোনাম

রাজশাহীতে প্লাস্টিকের গোডাউনে আগুন

প্রকাশ:  ০৫ এপ্রিল ২০২৪, ১৮:৩৫ | আপডেট : ০৫ এপ্রিল ২০২৪, ১৮:৫৯
পূর্বপশ্চিম ডেস্ক

রাজশাহীর বাঘায় প্লাস্টিকের ক্যারেট গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট।

শুক্রবার (৫ এপ্রিল) বিকেলে ৪টার দিকে উপজেলার বাজুবাঘা ইউনিয়নের তেপুকুরিয়া এলাকায় এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে।

স্থানীয়রা জানিয়েছে, বিকেলে হঠাৎ আমরা দেখি প্লাস্টিকের ক্যারেট গোডাউনে আগুন ধরেছে, এর কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসে কল দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপপরিচালক মো. ওহিদুল ইসলাম বলেন, প্লাস্টিকের ক্যারেট কারখানায় আগুন ধরেছে। কিভাবে এর সূত্রপাত হয়েছে সেটি বলা সম্ভব হচ্ছে না। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

তিনি বলেন, আমরা চেষ্টা করছি যেন দ্রুত আগুন নেভানো যায়। এখনও কেউ হতাহত হয় নি, পরে বিস্তারিত জানা যাবে।

বেশ কয়েকদিন ধরে সারাদেশে বিভিন্নস্থানে আগুনের খবর পাওয়া যাচ্ছে। সম্প্রতি খুলনার রূপসা উপজেলায় বেসরকারি সালাম জুট মিল নামে একটি পাটকলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রাজশাহী,আগুন,গোডাউন

সারাদেশ

অনুসন্ধান করুন
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত
close